যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সামনের দিনগুলোতে এই প্রজন্ম যেন হেরে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ এ কথা বলেন উপদেষ্টা।
আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্ম প্রমাণ করেছে তারুণ্যের শক্তি হারিয়ে যায়নি। জুলাই গণঅভ্যুত্থানের পর জনসসাধারণ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বলেও জানান তিনি।
তরুণ প্রজন্ম যেন সব জায়গায় সফলতার সাক্ষরতা রাখতে পারে, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় জুলাই বিপ্লবে নারীদের অবদান তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।