Home অন্যান্য রাজধানীর খিলগাঁও এলাকায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

রাজধানীর খিলগাঁও এলাকায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

ঢাকা ডেস্ক রিপোর্ট

0

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান শান্তিপুর এলাকায় দিয়া জামান সুরমা (১৪) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। সুরমা খিলগাঁও কোয়ালিটি এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সুরমার খালাতো ভাই শরিফুল ইসলাম বলেন, সে সপ্তম শ্রেণি থেকে এ বছর অষ্টম শ্রেণিতে উঠেছে। লেখাপড়া ও অন্য বিষয় নিয়ে তার বাবা-মা সামান্য রাগারাগি করে। এ নিয়ে সে নিজের রুমে গিয়ে আত্মহত্যা করেছে।

তিনি আরও জানান, সুরমা খিলগাঁওয়ের গোড়ান শান্তিপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানা এলাকায়। তার বাবার নাম কামরুজ্জামান অপূর্ব।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানিয়েছি।ক

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version