ধানমন্ডি ৩২ নম্বর থেকে পলাতক চার নেতার লাশ উদ্ধার করা হয়েছে এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। ঘটনাটি ২০২৪ সালে ৬ আগস্টের।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবি সম্বলিত পোস্টগুলোর মন্তব্য ঘরে থাকা newspaper24.xyz নামের একটি ভুঁইফোড় অনলাইন পোর্টালে ‘ধানমন্ডি ৩২ নাম্বর থেকে পলাতক ৪ নেতার লাশ উদ্ধার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনটির প্রকাশের তারিখ হিসেব ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ এর কথা উল্লেখ রয়েছে।
প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রতিবেদনের শুরুতে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বলা হলেও ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি ছিল রোববার। পরবর্তীতে প্রাসঙ্গিক কী ওয়ার্ড সার্চের মাধ্যমে ২০২৪ সালের ৬ আগস্ট মূলধারার গণমাধ্যম দৈনিক আমাদের সময়ে ‘ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ লাশ উদ্ধার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের শিরোনাম ব্যতীত বিস্তারিত তথ্যের সঙ্গে আলোচিত দাবি সম্বলিত ভুঁইফোড় অনলাইন পোর্টালের প্রতিবেদনটির তথ্যের হুবহু মিল রয়েছে।
সেসময় ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনা নিয়ে মূলধারার অন্যান্য গণমাধ্যমগুলোও প্রতিবেদন (১,২) প্রকাশ করেছে। অর্থাৎ, ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ লাশ ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনাটি গত ১৬ ফেব্রুয়ারির নয়।
তাছাড়া, আলোচিত দাবির পোস্টগুলোতে লাশগুলো পলাতক নেতাদের বলে দাবি করা হলেও এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে লাশগুলোর পরিচয় শনাক্ত করা যায়নি বলে উল্লেখ করা হয়েছে।
সুতরাং, ২০২৪ সালে ৬ আগস্টের ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনাকে গত ১৬ ফেব্রুয়ারির ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।