Home অন্যান্য প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত ড. মুহাম্মাদ ইউনুস এর কাছ থেকে রাজনীতি শিখে...

প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত ড. মুহাম্মাদ ইউনুস এর কাছ থেকে রাজনীতি শিখে নেওয়া

নুর এমডি চৌধুরী সম্পাদক বার্তা বাংলাদেশ২৪. কম

0
প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত ড. মুহাম্মাদ ইউনুস এর কাছ থেকে রাজনীতি শিখে নেওয়া অর্থনীতি শিখে নেওয়া। যে দল যত বিরুদ্ধ আচরণ করবে দলের গ্রহণযোগ্যতা ততই জনগণের কাছে কমতে থাকবে। মনে রাখা উচিত দেশ এখন গ্লোবাল থিউরিতে গঠিত হচ্ছে। আর জনগণ উপচে তারে সমর্থন দিচ্ছে। থ্রীডি মুভির চেয়ে সিক্সডি মুভি নিশ্চয়ই উপভোগে যথেষ্ট আনন্দ দেয়। ড. ইউনুস প্রতিনিয়ত জনগণকে সেই আনন্দটাই দিচ্ছেন। নিজে যেমন গ্লোবাল সেলিব্রিটি তেমনি দেশ এবং দেশের মানুষকেও গ্লোবাল সেলিব্রিটি বানাতে তিনি উঠে পড়ে লেগেছেন।
এটা অবধারিত যে গ্লোবাল সেলিব্রিটিরাই হবে আগামী দিনের রাষ্ট্র নায়ক। কে হবেন ইউনুসের দৃষ্টিতে সেই গ্লোবাল সেলিব্রিটি? আসুন ক্ষমতার লোভ না করে এদেশের নির্যাতিত শোষিত বঞ্চিত আপামর বাঙালির কাছে নিজেকে নতুন করে উপস্থাপন করি।
আমাদের একজন ক্ষণজন্মা গ্লোবাল সেলিব্রিটির হাত ধরে বিশ্বদাবা খেলায় পারদর্শী হই। ড. ইউনুস নিজের জন্য না যা করছেন তা শুধু দেশের জন্য। যারা দেশ সেবায় নিজেকে উৎসর্গ করবেন দলমত নিরবিশেষে তিনি তাকে স্বাগত জানাবেন।
হয়ত তার হৃদয়ে এই আফসোসটা থেকে যাবে কেন বাংলার মানুষ তাকে আরও আগে পেলোনা। হয়তো সেই আফসোসের হাওয়া আমাদেরও অন্তরে বয়ে বেড়াবে আঠারো কোটি বাংগালীর হৃদয়ে কেন ড. ইউনুস আরও আগে এলোনা। সেলুট ড. মুহাম্মাদ ইউনুস সেলুট তাকে যিনি দেশের প্রতি নিজেকে বিলিয়ে দিচ্ছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version