Home বিনোদন গ্যাংস্টারের স্ত্রী পরী মণি

গ্যাংস্টারের স্ত্রী পরী মণি

ডেস্ক রিপোর্ট

0

গ্যাংস্টারের স্ত্রী পরী মণি

ঢাকাই ছবির অন্যতম আলোচিত চিত্রনায়িকা পরী মণি। অভিনয় ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বিতর্কিত এই নায়িকা। তবে জীবনে যাই ঘটুক না কেন অভিনয় করে গেছেন পরী। চেষ্টা করেছেন দর্শককে ভালো কাজ উপহার দেওয়ার।

এবার ওটিটি প্লারফরমে আসছেন পরী। প্রকাশিত হতে যাচ্ছে ‘রঙিলা কিতাব’ নামে নায়িকার নতুন ওয়েব সিরিজ। যদিও গত ৮ আগস্ট মুক্তির কথা থাকলেও দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় তারিখ পিছিয়ে দেওয়া হয়।

এ সিরিজটিতে পরী মণি একজন গ্যাংস্টারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। যৌথভাবে সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন।

সব ঠিক থাকলে অক্টোবরে স্ট্রিমিং হতে যাচ্ছে ওয়েব সিরিজটি। এটি ওটিটি প্ল্যাটফররম ‘হইচই’-এ মুক্তি পাবে। বুধবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে ‘রঙিলা কিতাব’-এর অফিশিয়াল পোস্টারও শেয়ার করা হয়। ট্যাগলাইনে উল্লেখ করা হয়— ‘রক্তে রাঙা প্রেমের কিস্সা’!

এতে পরী মণির বিপরীতে রয়েছেন ইমরান। আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, জিয়াউল হক পলাশসহ অনেকে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version