Home বিনোদন হোটেল থেকে ‘স্ত্রী-টু’ সিনেমার কোরিওগ্রাফার গ্রেপ্তার

হোটেল থেকে ‘স্ত্রী-টু’ সিনেমার কোরিওগ্রাফার গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

0

বলিউডের ব্যবসা সফল সিনেমা ‘স্ত্রী-টু’র কোরিওগ্রাফার জনি মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গোয়ার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে সাইবারবাদ স্পেশাল অপারেশন টিম।

বুধবার (১৮ সেপ্টেম্বর) যৌন হেনস্তার অভিযোগে জনি মাস্টারের বিরুদ্ধে মামলা দায়ের করে তার এক নারী সহকারী। ২১ বছর বয়সী ওই নারীর মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় জনিকে।

মামলার এজাহারে বলা হয়েছে, জনির সহকারী হিসেবে কাজ করতেন ভুক্তভোগী নারী। গত ৬ বছর ধরে তাকে যৌন হেনস্তা করছেন জনি। কখনো আউটডোর শুটিংয়ে, কখনো ওই নারীর বাড়িতে যৌন হেনস্তা করেন এই নৃত্যপরিচালক। তার বিরুদ্ধে ৪০ পৃষ্ঠার হাতে লেখা অভিযোগ দিয়েছেন ওই নারী।

‘স্ত্রী-২’ সিনেমার ‘আজ কি রাত’ ও ‘আয়ি নেহি’ এই দুই জনপ্রিয় গানের কোরিওগ্রাফি করেন শেখ জানি বাসা। এতে পারফররম করতে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শেখ জানি বাসা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘জানি মাস্টার’ নামে সুপরিচিত।

মূলত তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন জনি। তবে বলিউডেও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’, ‘লাল পিলি আঁখিয়া’। তবে ‘স্ত্রী-টু’ সিনেমার গানের কোরিওগ্রাফি তাকে ব্যাপকভাবে আলোচনায় এনেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version