ডেমিনিশিয়া আলঝাইমার্স আরো কত নামে আছে বিস্মৃতি বিস্ময়। গল্প কবিতায় বিষয়টি লিখেছি। আজ এই বিষয়ে আলোচনা, সমস্যা এবং সমাধান লক্ষে এগিয়ে যাওয়া জনজীবনে সচেতনতা আনয়ন করা বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের মত সচেতন সকল নাগরিকের। শেষ কথা এর কোন চিকিৎসা নেই আছে পারিবারিক সেবা যত্ন। শুধু পরিবারই কেন সমাজ কি এর দায় এড়াতে পারে? না।
গতকাল (১৯ সেপ্টেম্বর) বিশিষ্ট কবি সাহিত্যিক ও প্রশিকার চেয়ারম্যান রোকেয়া ইসলাম বিশ্ব আলঝাইমার্স দিবস নিয়ে ঢাকার বাবর রোড় ফোক সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় তার গুরুত্বপূর্ণ বক্তব্যে একথা বলেন।
গতকাল বিশ্ব আলঝাইমার্স দিবস নিয়ে ঢাকার বাবর রোড় ফোক সেন্টারে বিশিষ্ট কবি সাহিত্যিকগণ ও নানা পেশাজীবি মানুষদের ছিল উপচে পড়া ভীড়। উক্ত আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করে শুনান প্রবীণ বিষয়ক লেখক জনাব হাসান আলী।
সাহিত্যিক ও প্রশিকার চেয়ারম্যান রোকেয়া ইসলাম তার বক্তব্যে আরও বলেন, কারও দায় এড়ানোর সুযোগ নেই। সকলের সমন্বয়ে একজন মানুষ শেষ জীবনে মানবিক জীবন পেতে পারে। এমনি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিবছর আয়োজন করা হয় ফোক সেন্টারে আলোচনা সভার। আমন্ত্রিত হয়েও যেতে পারিনা বিস্মৃতির কারণে নয়, অন্যকোন কারণে। এবার যাবই এমন পণ ছিল।
ঢুকেই মধ্যাহ্ন ভোজন। দীর্ঘদিন পর প্রিয় মানুষদের সান্নিধ্য প্রদীপ্ত করে স্মৃতি। ধন্যবাদ ফোক সেন্টারের তারিক হোসেন মিঠুল, জ্যোতি দা এবং আমাদের তারুণ্যময় হাসান আলী যিনি একটি অবহেলিত বিষয়” প্রবীণ ” এই বিষয় নিয়ে ছুটে চলছেন সমাজের বিভিন্ন স্তরে। কালকের আলোচনা থেকে প্রাপ্তি অনেক অজানা বিষয় জানা কিছু সহজ নিয়মে চিকিৎসার কাছাকাছি যাওয়া এবং কল্যাণপুর পোড়া বস্তির কয়েকজন একই সারিতে আসন নিয়ে কথা বলা। বৈষম্য বিরোধী মহতী আলোচনা সভা বহু আলোতে আলোকিত হয়েছে।