এমন করে মানুষ হত্যার উৎসব
আর কত দেখতে হবে আমাদের
দেখতে দেখতে হৃদয়গুলো পাথর হয়ে উঠেছে
তুচ্ছাতি তুচ্ছতায় খুনের মর্মান্তিক এইসব
দৃশ্যের ভার কি করে সইবে মাটির পৃথিবী!
মানুষের সমাজে মানুষরূপী এরা কারা!
এরাও কি মানুষ!
কাকে বলে মানুষ! কে মানুষ!
কেমন করে মানুষ, বলুন
আজ আর ভাবতে পারি না এসব!
মনটা বড়ই হু হু কাঁদে!
একেকটি নৃশংসতা একেকভাবে টুকরো টুকরো করে আমাদের বিক্ষুব্ধ ব্যাথাতুর হৃদয়,
ছিন্ন ভিন্ন করে স্বাভাবিক নৈমিত্তিক জীবন!
এমনিতেই স্বৈরাচারী পাষাণী মাফিয়া চক্রের পিষ্টনে থেঁতলে গেছে আমাদের মানবিক বোধ বিবেক ও বন্ধুত্বের বন্ধন
প্রায় শ্বাসরুদ্ধ শাসনের কলে সেলাই ছিলো আমাদের মুখ ও মানচিত্রের স্বর
তার ওপর হাসতে হাসতে মানুষ খুন
কি করে সওয়া যায় বলুন!
বিশ্ববিদ্যালয়! উচ্চারণে কেনো কেঁপে ওঠে বুক!
কেনো নৃশংসতার সকল সীমা ছাপিয়ে হায়নাকেও হারাতে হবে মানুষের !
এরচেয়ে পাশবিক কি আছে, কোথায়ই বা আছে
কারা চরায় এসব দোপায়াদের
কাদের ছাতায় মাথা ঢাকে এসব অমানুষ
কারা বেড়ে উঠছে আমাদের মানুষ গড়ার আঙিনায়
এইসব মানুষরূপী অমানুষদের বধ করতেই হবে
পৈশাচিক ফণা মুচড়িয়ে মানবিক সভ্যতার খাঁচায় ভরে বলতে হবে –
হয় মানুষ হও নয়, তো নিপাত যাও!