Home রাজনীতি সম্পর্ক কীভাবে আরও গভীর করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে

সম্পর্ক কীভাবে আরও গভীর করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে

ডেস্ক রিপোর্ট

0

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতনিধিদল। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের উপ-হাইকমিশনার প্রভন বাধেও উপস্থিত ছিলেন। তারা প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন।

বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল জানান, ভারতের হাইকমিশনার আমাদের অফিসে এসেছিলেন। ঘণ্টাখানেক আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কীভাবে আরও গভীর ও দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।

ভারতের হাইকমিশনার বাংলাদেশে-ভারত সম্পর্ককে আরও দৃঢ় করার প্রত্যাশার কথা জানিয়েছেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, এই সম্পর্কের মধ্যে আরও কীভাবে সুস্থতা ও পজেটিভিটি নিয়ে আসা যায়, তা নিয়ে ভারত কাজ করতে আগ্রহী।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা পানির সমস্যা তুলে ধরেছি।’

মির্জা ফখরুল বলেন, ভারতকে বাংলাদেশ সীমান্তে হত্যা বন্ধ করতে বলা হয়েছে। নিরাপত্তার বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এসব সমস্যা নিয়ে তারা সজাগ আছে। দ্রুত সময়ের মধ্যে কীভাবে সমস্যাগুলো সমাধান করা যায়। ভারতের মূলকথা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় তারা।

বিএনপি মহাসচিব বলেন, ‘তাদের (ভারতীয় হাইকমিশন) মূল বক্তব্য হচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান। বিশেষ করে এই পরিবর্তনের পর নতুন যে অন্তর্বর্তী সরকার আছে, তাদের সঙ্গে তারা ইতোমধ্যে যোগাযোগ করেছেন, কথা বলেছেন। বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে…আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক দৃঢ় করতে চান। এই সম্পর্কের মধ্যে কী করে আরও সুস্থতা, আরও পজেটিভিটি নিয়ে আসা যায়, সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী।’

বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং আন্তর্জাতিক-বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version