Home আবহাওয়া যুক্তরাষ্ট্রের ভয়ংকর সতর্কবার্তা ধেয়ে আসছে হারিকেন ‘হেলেন’

যুক্তরাষ্ট্রের ভয়ংকর সতর্কবার্তা ধেয়ে আসছে হারিকেন ‘হেলেন’

0

যুক্তরাষ্ট্রের প্যানহ্যান্ডেল অঞ্চলের প্রচণ্ড শক্তি নিয়ে ধেয়ে আসছে হারিকেন হেলেন। এর প্রভাবে ভয়ংকর ঢেউয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঝড়ের প্রভাবে অঞ্চলটিতে ভারি বৃষ্টি হচ্ছে। এতে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। এমনকি এর প্রভাবে ফ্লোরিডা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া হারিকেনের প্রভাবে উপকূলীয় এলাকায় ভয়ংকর ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হারিকেনটি ক্যাটাগরি-৪ এ রূপ নিয়েছে। এর ফলে আশপাশে ১৩০ মিটার গতিবেগে বাতাস বইতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, হারিকেনটির শক্তি আরও বাড়তে পারে। স্থানীয় সময় এটি শুক্রবার রাত ১১টার দিকে ফ্লোরিডায় আঘাত হানতে পারে।

হারিকেন কেন্দ্রটির পরিচালক মাইকেলে বেরিনান বলেন, স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে প্রাণনাশের আশঙ্কা করা হয়েছে। এ ছাড়া এর ফলে কোথাও কোথাও ২০ ফুট ঢেউয়ের সৃষ্টি হতে পারে, যা প্রায় দোতলা ভবনের সমান।

তিনি জানান, উপকূলীয় অঞ্চলে হারিকেনের আঘাত হানার সময় কোনোভাবে সেখানে থাকা সম্ভব না। কেননা বিশাল ঢেউয়ের কারণে ভবন ধসে পড়তে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, স্থানীয় সময় বিকাল ৫টায় এটি হারিকেন কেন্দ্র২০৯ কিলোমিটার পশ্চিমে ছিল। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বেড়েই চলেছে। ইতোমধ্যে জার্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা এবং মধ্যবর্তী ও পশ্চিম উত্তর ক্যারোলিনাতেও ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version