Home খেলার খবর ক্রিকেটার সাকিবের নিরাপত্তা রয়েছে, তবে রাজনৈতিক সাকিবের নয়: ক্রীড়া উপদেষ্টা

ক্রিকেটার সাকিবের নিরাপত্তা রয়েছে, তবে রাজনৈতিক সাকিবের নয়: ক্রীড়া উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

0
ছবি সংগৃহিত: ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ভাররতের বিপক্ষে কানপুর টেস্টের আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান সাকিব আল হাসান। ঘরের মাঠ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টকে বিদায়ের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন তিনি। তবে এর জন্য চেয়েছেন নিশ্চিত নিরাপত্তা। ক্রিকেট জগতের এক উজ্জ্বল নক্ষত্র যার অগণিত অবদান রয়েছে দেশের প্রতি। নানান দিক বিচার বিশ্লেষণ করে তার নিরাপত্তা নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

হত্যা মামলার আসামি হওয়ায় শর্ত জুড়ে দেন নিরাপদে দেশত্যাগের। সেদিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানান, নিরাপত্তা দিতে অপারগ তার বোর্ড। পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাংবাদিকগণ প্রশ্ন তুললে তিনি বলেন, ক্রীকেটার সাকিবের নিরাপত্তা রয়েছে। তবে রাজনৈতিক সাকিবের নিরাপত্তা নিয়ে তিনি নিশ্চিত নন।

এবার নতুন করে তার ব্যক্তিগত চাওয়ার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন তিনি। সেখানে সাকিবের অবসর ইস্যুতে প্রশ্ন তুলেন সাংবাদিকরা। এর জবাবে ক্রীড়া উপদেষ্টা জানান, ব্যক্তিগতভাবে তিনি চান সাকিবের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাক।

দেশে খেলতে এলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘তিনি (সাকিব) এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সে সুযোগ তিনি পান।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version