না ফেরার দেশে চলে গেলেন কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ। তিনি সুইজারল্যান্ডে বেড়াতে গিয়ে একটি হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস
ত্যাগ করেন। কাজী নজরুল ইসলামের নাতি অনির্বাণ পেশায় একজন চিত্রশিল্পী ছিলেন। তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৯ বছর। জানা গেছে কাজী অনির্বাণের মরদেহ কলকাতায় আনা হবে এবং কোলকাতাতেই কবরস্থ করা হবে তাঁকে।
কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর মেয়ে তথা জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী খিলখিল কাজী বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর খুড়তুতো ভাইয়ের মৃত্যুর খবরটি। তিনি সংবাদমাধ্যমকে জানান, কলকাতার মাটিতেই কবরস্থ করা হবে তাঁর ভাইকে। শেষ বিদায় জানাতে তিনিও আসবেন শহরে।
কাজী অনির্বাণ অতি অল্প বয়সেই পিতৃহারা হয়েছিলেন। দাদু কাজী নজরুল ইসলাম বেঁচে থাকাকালীন তাঁর বাবা কাজী অনিরুদ্ধ মারা যান ১৯৭৮ সালে। কাজী অনির্বাণরা তিন ভাই বোন। তিনিই সবার বড় ছিলেন। তাঁর বোনের নাম কাজী অনিন্দিতা এবং ভাইয়ের নাম কাজী অরিন্দম। কাজী অনির্বাণের মা কল্যাণী কাজীও একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী এবং লেখিকা।