একটি বক্তৃতা দিতে হবে
আমাকে মঞ্চে আহবান করা হলো
আমি তো বক্তা নই, বক্তৃতা জানিনা
তবু জালাময়ী বক্তৃতা আমার হৃদয়জুড়ে খাঁখাঁ করছে
স্বৈরাচারের দুঃশাসনে পিষ্ট হতে হতে আমি আজ মাইন
পিলখানার লোমহর্ষক গণহত্যা দেখে দেখে
আমি এক বিভিশিখা
পল্টনে রক্তক্ষয়ী হত্যাকান্ডে আমি
শ্বাসরুদ্ধ,বাকরুদ্ধ,স্থবির
ভয়াল ৫ই মে শাপলা চত্বরে
গণহত্যায় দেখে দেখে আমি মোক
ধর্ষণ,খুন,গুম, লুটপাট, দখলদারিত্ব দেখে দেখে
আমি জীবনের মায়া ভুলে যাই। আমি মুক্তি চাই
লাশকাটা ঘরে গুলিবিদ্ধ মরদেহ দেখে দেখে
আমার অশ্রুরা রক্তের কান্না ঝরায়!
আমি রক্ত পিপাসু হই-
ছাত্র আন্দোলনে আবু সাঈদের বুকে
প্রকাশ্য দিবালোকে গুলিছুড়ার দৃশ্য
আমাকে এনে দেয় এক নতুন স্বাধীনতার লক্ষ্য
অংসখ্য ছাত্র জনতার চোখমুখে তখন
স্বাধীনতার আলো ভাসে আমি সেই আলোকবর্তিকায়
স্নাত হতে ছুটে যাই মিছিলে মিছিলে অংশ গ্রহণ করি
বজ্রকন্ঠে স্বাপথ করি-স্বাধীনতা,
ওরে স্বাধীনতা তুই বড় স্বপ্নীল ডাক
জীবন দিয়ে হলেও তোকে দেখবোই তোকে দেখতে চাই।
তাইতো,শ্লোগানে শ্লোগানে রাজপথ মুখরিত করি
স্বৈরাচারের অতর্কিত বুলেটের মুখে বক্ষ পেতে ধরি
লাখো ছাত্র জনতার মরণ ধ্বণিতে কেঁপে উঠে রাজপথ
মোরা একটি দেশকে বাঁচাবো বলে যুদ্ধ করি,
মোরা একটি স্বাধীন সত্ত্বার জন্য লড়াই করি।
মোরা একটি দেশকে বাঁচাবো বলে যুদ্ধ করি
নুর এমডি চৌধুরী কবি ও সাহিত্যিক