সৈরাচার আওয়ামী ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলে আবরার ফাহাদের। আজ রবিবার (৬অক্টোবর) আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে ‘সংহতি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ নামের প্ল্যাটফর্ম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের মুখপাত্র রায়হান উদ্দীন।
তিনি জানান, আগামীকাল সোমবার রাজধানীর শাহবাগে এ সমাবেশের আয়োজন করবে ‘নিরাপদ বাংলাদেশ চাই’। দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনও নতুন বাংলাদেশকে ফ্যাসিবাদ, আধিপত্যবাদ ও নিপীড়নমুক্ত রাখার দাবিতে সংহতি প্রকাশ করবেন।
লিখিত বক্তব্যে রায়হান আরও বলেন, দেড় যুগেরও বেশি সময় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন, হত্যা, গুম, খুন, হামলা-মামলাসহ সীমাহীন দুর্নীতি রাষ্ট্রব্যবস্থাকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দিয়েছে। যেখানে সরকারি বাহিনী ব্যবহার করে আওয়ামী নেতাকর্মীরা রাজনৈতিক প্রতিপক্ষ ও মতাদর্শের ওপর নির্যাতনের খড়্গ চাপিয়েছিল।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এক প্রকার জিম্মি হয়ে পড়েছিল স্বৈরাচারী সরকারের মদদপুষ্ট ছাত্রলীগের কাছে। তাদের অপরাজনীতির বলি হতে হয় বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নিপীড়নের অন্যতম উদাহরণ এটি। শহীদ আবরার ফাহাদ ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে জাগ্রত কণ্ঠস্বর। এ কারণে তাকে বুয়েটের শেরেবাংলা হলে রাতভর অমানুষিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। স্বাধীন দেশে বিগত বছরগুলোয় ফ্যাসিস্ট সরকারের দোসররা শিক্ষাঙ্গন, কর্মস্থল ও অন্যান্য পরিসরে যেসব নিপীড়ন করেছে, তার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মটির বুয়েট প্রতিনিধি আব্দুর নূর তুষার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাকারিয়া।