Home আইন-অপরাধ অবশেষে সাবেক এসবি প্রধান মনিরুলের খোঁজ মিললো ভারতে

অবশেষে সাবেক এসবি প্রধান মনিরুলের খোঁজ মিললো ভারতে

ডেস্ক রিপোর্ট

0

স্বৈরাচারী শেখ হাসিনা দীর্ঘ ১৫ বছর অধিককাল দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিমজ্জিত করেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় একক আধিপত্য বিস্তার করেছিল শেখ হাদিনা সরকার। স্বৈরাচার সরকারের দালাল অসংখ্য পুলিশ বাহিনীর মধ্যে অন্যতম দালাল ছিল মনিরুল ইসলাম যে তৎকালীন সময়ের অতিরিক্ত আইজিপি এবং বিশেষ শাখার এসবি প্রধান মনিরুজ্জামান। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দিশেহারা হয়ে স্বৈরাচার সরকার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেলে পরবর্তীতে সুযোগ বুঝে অনেকেই পালিয়ে যান বিভিন্ন দেশে। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম। অবশেষে তার অবস্থান জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের।

রোববার (০৬ অক্টোবর) রাতে এক পোস্টে মনিরুল ইসলাম ভারতের দিল্লিতে অবস্থান করছেন বলে দাবি করেছেন জুলকারনাইন।

ফেসবুক পোস্টে কয়েকটি ছবি দিয়ে তিনি লেখেন, পলাতক এসবি প্রধান (সাবেক) মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র।

তিনি আরও লেখেন, ভারতের রাজধানী দিল্লির কণট প্লেসের একটি গ্রোসারি স্টোরে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য গেলে বিকেলে মনিরুল ইসলামকে ক্যামেরা বন্দি করা হয়।

জুলকারনাইনের দাবি, ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন। বন্ধু প্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতিবিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা। এ বিষয়ে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version