Home আইন-অপরাধ সারাদেশে পূজামণ্ডপ নিরাপত্তার চাঁদরে ঢেকে দেওয়া হবে: আইজিপি

সারাদেশে পূজামণ্ডপ নিরাপত্তার চাঁদরে ঢেকে দেওয়া হবে: আইজিপি

ডেস্ক রিপোর্ট

0

দেশে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিত করণকল্পে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেন, সারাদেশে কমবেশি ৩১ হাজার ৫০০ টিরও অধিক পূজামণ্ডপে পূজা উদযাপন করা হবে। এসব মণ্ডপে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্ট হতে না পারে সে ব্যাপারে তিনি সর্বাত্মক ব্যবস্থা নিয়েছেন।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন পূজামণ্ডপে নিরাপত্তা দিতে প্রতিটি জেলায়, উপজেলায় ও পুলিশ হেডকোয়ার্টারে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

জনাম ময়নুল ইসলাম বলেন, পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ লক্ষ্যে কাজ করবেন। তিনি বলেন, পূজার আগে আমরা প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছি। ইতোমধ্যে আনসার ও ভিডিপি মোতায়ন করা হয়েছে। বোধন এবং ষষ্ঠীপূজা থেকে সকল পূজামণ্ডপে আনসার ও ভিডিপি দায়িত্ব পালন করবে।

এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়ন আছে তারাও পূজার দায়িত্ব পালন করবেন। আমাদের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সবসময় কাছাকাছি দূরত্বে থাকবে। আনসার বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার রয়েছে তারাও কাজ করছে। এতে করে কোন ধরনের বিশৃঙ্খলা বা অপতৎপরতার সুযোগ নেই।

তিনি বলেন, ইলেকট্রনিক্স বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ যেন মিথ্যা প্রচারণা ও গুজব ছড়াতে না পারে সেই ব্যবস্থা আমাদের চালু আছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারও (এনটিএমসি) কাজ করছে আমাদের।

পূজামণ্ডপ কম বেশি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবছরই পূজামণ্ডপ কম বেশি হয় বিভিন্ন কারণে। এবার কিন্তু ঢাকায় পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে।

পূজামণ্ডপের সঙ্গে অন্য কোন কিছু জড়িত না। যেসব পূজামণ্ডপে আমাদের কাছে ঝুঁকি মনে হয়েছে, সেসব পর্যায় মণ্ডপে সিসি ক্যামেরা রাখা হয়েছে। কিন্তু সব জায়গায় এটি করা সম্ভব হয়নি। এটা নিয়ে শঙ্কার কিছু নেই।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version