তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব আর মোস্তাফিজুর রহমান বাংলাদেশি এই তিন পেসার মাঠে থাকায় পাওয়ার প্লেতে বেশ বেগ পেতে হয়েছে ভারতকে। ৬ ওভারে ভারত ৩ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ৪৫ রান।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ মোকাবেলায় জোর প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছিল ভারত। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বেশ বেকায়দায় পড়তে দেখা গেছে ভারতীয় ক্রিকেট দলকে।
তথ্য মতে,ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার যাদব এই তিন উইকেটের পতন হয়েছে।