Home আর্ন্তজাতিক বিপিএল ড্রাফটে ৪৪০ বিদেশি ১৮৮ স্থানীয় ক্রিকেটার চুডান্ত, কাল প্লেয়ার্স ড্রাফট

বিপিএল ড্রাফটে ৪৪০ বিদেশি ১৮৮ স্থানীয় ক্রিকেটার চুডান্ত, কাল প্লেয়ার্স ড্রাফট

ডেস্ক রিপোর্ট

0

আর মাত্র একদিন পরেই( ১৪ অক্টোবর) অমুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল এর ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট। এতে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের নাম ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়। এর মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকের ‘এ’ক্যাটাগরিতে রয়েছেন ২০ জন ক্রিকেটার, যারা ৭০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ লাখ টাকা) পারিশ্রমিক পাবেন।

ড্রাফটের অন্যান্য ক্যাটাগরিগুলোতেও রয়েছে উল্লেখযোগ্য তারকার নাম। ‘বি’ ক্যাটাগরিতে ৩৮ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ জন, এবং ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ জন বিদেশি ক্রিকেটার রয়েছে। পারিশ্রমিক অনুযায়ী ‘বি’ ক্যাটাগরিতে ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরিতে ৩০ হাজার ডলার, ‘ডি’ ক্যাটাগরিতে ২৫ হাজার ডলার, এবং ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটারদের ১৫ হাজার মার্কিন ডলার মূল্য নির্ধারণ করা হয়েছে।

ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০জন তারকা।তারা হলেন, জশ লিটল, লুইস গ্রেগোরি, পিটার সিডল, ডেভিড মালান, হজরতউল্লাহ জাজাই, ওলি রবিনসন, মার্টিন গাপটিল, কাইস আহমেদ, জর্জ মানসি, শেন ডওরিচ, কার্লোস ব্রাথওয়েট, লুক উড, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম, নান্দ্রে বার্গার, উসামা মীর, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, পাথুম নিসাঙ্কা ও অ্যালেক্স হেলস।

‘বি’-ক্যাটাগরিতে আছেন কাসুন রাজিথা, কেভন কুপার, চামারা কাপুগেদারা, অ্যাশলে নার্স, জ্যাক লিস, রিস টপলি, রাহকিম কর্নওয়াল, ইসুরু উদানা, ওশান থমাস, বেন কাটিং, মোহাম্মদ শাহজাদ, কোরি অ্যান্ডারসন, জেমস ফুলার, জ্যাকব ডাফি, আমের জামাল, শার্জিল খান, আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, সাদিরা সামারাউইকরামার মতো ক্রিকেটার।

‘সি’ ক্যাটাগরিতে দেখা গেছে ওশাদা ফার্নান্দো, অ্যারন জোন্স, রায়ান বার্ল, সামিউল্লাহ শিনওয়ারি, ইয়াসির শাহ, আব্বাস আফ্রিদি, রবি বোপারা, সামিত প্যাটেল, ওয়াহাব রিয়াজ, হায়ডেন ওয়ালশ, রেয়মন রেইফার, চ্যাডউইক ওয়ালটন, রিচার্ড এনগারাভা, শন উইলিয়ামস, উমর আকমল, রায়াদ এমরিট, ক্রিস্টোফার এমপুফু, জ্যাক বল, কার্টিস ক্যামফারের মতো ক্রিকেটারদের।

‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য নাম সিসান্দা মাগালা, দাওলাত জাদরান, রস এডায়ার, রোহান মুস্তাফা, হার্দুস ভিলজয়েন, জর্জ ডকরেল, কেনার লুইস, ক্রেইগ আরভিন, ইয়ানিক কারিয়াহ, কলিম সানা, স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল, শেলডন কটরেল, কুশল মাল্লা, কুশল ভুর্তেল, দীপেন্দ্র সিং অইরি, ব্রায়ান চার্লস, ফারাজ আকরাম, লাহিরু সামারাকুন প্রমুখ।

বিপিএল চলাকালে অন্যান্য টি-টোয়েন্টি টুর্নামেন্টও থাকায় কিছু বড় তারকাকে পূর্ণ মৌসুমে পাওয়া যাচ্ছে না। অনেক বিদেশি ক্রিকেটার কয়েকটি ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হবেন, তবে দলগুলো বিদেশি খেলোয়াড়ের সংখ্যার ওপর কোনও সীমাবদ্ধতা না রেখে তাদের চাহিদা অনুযায়ী খেলোয়াড় নির্বাচন করতে পারবে বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version