যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ সুইং স্টেট জর্জিয়াতে বিজয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এপির প্রতিবেদন অনুযায়ী, এখানে তিনি ১৬টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন।
এই মুহূর্তে কমলা হ্যারিসের নির্বাচনী সদর দপ্তরে ভিড় প্রায় নেই বললেই চলে। কারণ একজন সিনিয়র সদস্য এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, কমলা আজ রাতে এখানে উপস্থিত হবেন না।
বড় পর্দায় দুটি সুইং স্টেটে ট্রাম্পের বিজয় ঘোষণা হওয়ার পর থেকেই সমর্থকদের চোখে মুখে হতাশার ছাপ দেখা দেয়। প্রধান নির্বাচনী কার্যালয় এখন প্রায় ফাঁকা।
কয়েক ঘণ্টা আগেও উৎসবমুখর পরিবেশ ছিল এখানে। এখন বিষণ্ন। কয়েক ঘণ্টার মধ্যেই কমলা হ্যারিসের সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে।