Home আইন-অপরাধ ঘুমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে এক ভারতীয় নাগরিকের ঢাকায় মৃত্যু

ঘুমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে এক ভারতীয় নাগরিকের ঢাকায় মৃত্যু

ডেস্ক রিপোর্ট

0

ঢাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে আকবর আলী মন্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর মিরপুরে একটি আবাসিক হোটেলে রাতে অবস্থান করছিলেন।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বন্ধুরা তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আকবর আলী ভারতের মুর্শিদাবাদ ডোমকল থানার কোপরা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আমির উদ্দিন মন্ডল। এলাকায় তিনি কৃষিকাজ করতেন।

মৃত আকবর আলী মন্ডলের বাংলাদেশি বন্ধু মাহমুদুর রহমান জানান, আকবর আলীসহ ৬ বন্ধু মিলে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে বেড়াতে আসেন। পরে তারা মিরপুর ১০ নম্বর নিউ রোজ হ্যাভেন আবাসিক হোটেলে ওঠেন।

তিনি আরও জানান, রাত সাড়ে ৩টার দিকে ঘুমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পরে আকবর আলী। দ্রুত তাকে স্থানীয় অলোক হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে মিরপুর হার্ট ফাউন্ডেশন ঘুরিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যান তিনি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version