হে বন্ধু বিপ্লবী বীর, জনতার ভালোবাসা পাথেয় তোমার
কোন দিন অবনত হবে না তোমারই উচ্চ শির।।
মাদারগন্জ মেলান্দহের মাটি মানুষের নেতা
তারণ্যের,অহংকার, সত্য ও নির্ভিক বলিষ্ঠ কন্ঠস্বর,
মাদারগঞ্জ বাসীর প্রাণের স্পন্দন নির্যাতিত মানুষের নেতা ফায়েজুল ইসলাম লান্জু ভাইয়ের বিপ্লবী সংহতি
দিবসের ১০ই নভেম্বরের বালিজুডী বাজারের শহীদ
মিনার প্রাঙনে বিশাল জনসভার খন্ডিত অংশ।
বিগত ফেসিষ্ট সরকারের বিভিন্ন মামলা হামলা
নির্যাতিত হয়ে, জীবন নাশের হুমকি থাকায় নেতা কর্মীদের পরামর্শে বাধ্য হয়ে নির্বাসনে চলে যান।
নির্বাসনে থাকা অবস্থায় তিনি তাহার বাবা মা সহ
অনেক নিকট আত্ত্বীয়স্বজন ও অনেক নেতা কর্মীদের হারিয়েছেন বলে আবেগে আপ্পুত হয়ে পডেন। ত্যাগী
এই নেতাকে আবারও এলাকার জনগণ তাদের
মাঝে পেয়ে উল্লাসে ফেটে পডছে। পাশের ছবিগুলো
তার জলন্ত প্রমান বহন করে। মুহুরমুহুর স্লোগানে
মাতিয়ে তুলে সভা প্রাঙন। বজ্রকন্ঠে আওয়াজ
তুলে… মাদারগঞ্জের মাটি.. লান্জু ভাইয়ের ঘাটি।
এসো সবাই দলে দলে লান্জু ভাইয়ের ছায়াতলে।
লান্জু ভাই তুমি এগিয়ে চল আমরা আছি তোমার সাথে।
প্রিয় নেতার প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আল্লাহ আমাদের সাথে আছেন বিজয় আমাদের নিশ্চিত।