Home অন্যান্য জাগো নারী ফাউন্ডেশনের ‘এক্সিকিউটিভ ডাইরেক্টর’ পদে নির্বাচিত হলেন বার্তা বাংলাদেশ ২৪ ডটকম...

জাগো নারী ফাউন্ডেশনের ‘এক্সিকিউটিভ ডাইরেক্টর’ পদে নির্বাচিত হলেন বার্তা বাংলাদেশ ২৪ ডটকম এর সম্পাদক নুর এমডি চৌধুরী

প্রতিনিধি বার্তা বাংলাদেশ২৪ ডটকম

0

দেশের সুপরিচিত সংগঠন জাগো নারী ফাউন্ডেশনের ১৯তম প্রতিষ্ঠা বর্ষিকীতে ঘোষণা করা হয় নতুন কমিটি

এতে বেশ কিছু পদের রদবদল আনা হয় এবং জাগো নারী ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন নূর উন নাহার মেরীর স্বীদ্ধান্তক্রমে নতুন কিছু সদস্য পদ বৃদ্ধি করা হয়।

উক্ত কমিটিতে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন অত্র বার্তা বাংলাদেশ২৪ ডটকম এর সম্পাদক নুর এমডি চৌধুরী।

নুর এমডি চৌধুরী নিজস্ব ফেইসবুক আইডিতে এক স্ট্যাটাস এ লিখেন, আমাকে বাংলাদেশ তথা বিশ্বের মানচিত্রে পরিচিত সংগঠন জাগো নারী ফাউন্ডেশন এর পরিচালনা পরিষদের এক্সিকিউটিভ ডাইরেক্টর পদে নিয়োজিত করায় অত্র জাগো নারী ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন নূর উন নাহার মেরী আপার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, সেই সাথে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে, নিজেকে মানবাধিকার সংগঠনের একজন নিরলস কর্মীরোপে সর্বাত্মক নিয়োজিত রাখবো। ন্যায় নিষ্ঠা ও সততার সহিত অত্র ফাউন্ডেশন এর বিধিমালা রক্ষা করে সকলকে যার যার উপর অর্পিত দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকব।

জাগো নারী ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন নূর উন নাহার মেরী উক্ত স্ট্যাটাস এর প্রতিত্তোরে লিখেন, তোমাকে তোমার নূতন দায়িত্ব প্রাপ্তিতে জানাই অভিন্ন্দন ও শুভকামনা। তোমার সু্ন্দর, সঠিক ও সাবলীল কথাগুলো যথাযথ ভাবে পালন করে যাবে এটাই আমার ও আমাদের দৃঢ প্রত্যয় ও প্রত্যাশা।

উক্ত স্ট্যাটাস এর প্রতি সম্মান জানিয়ে নুর এমডি চৌধুরী লিখেন, ইনশাআল্লাহ। আপনার দিক নির্দেশনা প্রত্যাশী আমি ও আমরা। কল্যাণে যেন আসতে পারি মেহনতী মানুষের অসহায় বঞ্চিতের নির্যাতিত অবহেলিত নারী সমাজের পথ শিশুর কল্যাণে যেন রাখতে পারি অবদান পাশাপাশি অসহায় বৃদ্ধ মাতা পিতাদের জন্য কিছু করার ইচ্ছা আমার ছেলেবেলা থেকেই। জানিনা মহান রাব্বুল আলামীন কিভাবে আমাকে পথ দেখাবেন। আপনার অসীম পরিকল্পনা পথ যাত্রার সংগী আমরা। কল্যাণময় ও শুভকর হোক আপনার আদর্শিক জীবন দর্শন।

জনাব নুর এমডি চৌধুরীর স্ট্যাটাস কে অভিনন্দন জানিয়ে অনারেবল ক্যাপ্টেন মাহবুবুর রহমান লিখেন, আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা । অধ্যবসা ও কঠোর পরিশ্রমই মানুষকে উচ্চ শিখরে আরোহন করায়।
স্ট্যাটাসকে কেন্দ্র করে অসংখ্য গুনগ্রাহী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version