Home অন্যান্য কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডেস্ক রিপোর্ট

0

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় ইটবোঝাই একটি ট্রাক্টরকে আল আরাফাহ বাস চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি সড়কের পাশে খাঁদে পড়ে যায়। এতে ট্রাক্টরে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যায়।

নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন (১৮) এবং জামালপুর জেলার মো. আলী ওরফে সোহেল (৩৫)।

একইদিন সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ দৌলতপুর এলাকায় সিএনজি এবং বাসের সংঘর্ষে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশুসহ পাঁচজন। আহতরা হলেন- উপজেলার বাসরা গ্রামের সোনা মিয়ার স্ত্রী সালেহা বেগম, তার মেয়ে মায়ানুর বেগম, নাতনি জিয়ানা (১০), আয়শা (৮) ও নাতি তানভীর (৫)।

আহত সালেহা বেগম বলেন, আমার মেয়ে নাতি নাতনিদের নিয়ে ৬ দিন আগে বেড়াতে এসেছিল। আজ তাদেরকে কুমিল্লা মেয়ের শ্বশুরবাড়িতে নিয়ে যাচ্ছিলাম। বড় সড়কে ওঠার সময়ই বাসের সঙ্গে ধাক্কা লাগে। এরপর আর কিছুই মনে নেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুপহ বিভাগের চিকিৎসক ডা. শিলা বলেন, সকালে মহানন্দ এলাকার দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আর দৌলতপুরে সিএনজি দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম এবং ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ জানান, পৃথক দুর্ঘটনায় অজ্ঞাত নারীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দুটি বাস এবং সিএনজি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version