Home অন্যান্য দায়িত্ব পালন শেষে সম্মানের সঙ্গে বিদায় নিতে চাই: আইজিপি

দায়িত্ব পালন শেষে সম্মানের সঙ্গে বিদায় নিতে চাই: আইজিপি

ডেস্ক রিপোর্ট

0

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘একটা কঠিন দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে। সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে সম্মানের সঙ্গে বিদায় নিতে চাই।’

শনিবার (১৪ ডিস্মেবর) বিকালে রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটরিয়ামে সাবেক আইজিপি ড. এম এনামুল হকের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অ্যা পোর্ট্রেট ইন রিফ্লেকশনস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বইটিতে সাবেক আইজিপি এনামুল হক তার কর্মজীবনের নানা স্মৃতি এঁকেছেন। তিনি অনেক সাফল্যের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন। বইটি পড়লে আমরা উপকৃত হবো।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, লেখক এনামুল হক কর্মজীবনে সবসময় সত্যকে সত্য বলেছেন। এজন্য তিন বার তার চাকরি চলে গিয়েছিল, আবার তিনি সসম্মানে ফিরেও আসেন।

অনুষ্ঠানে লেখকের সহকর্মী ও পরিবারের সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংগ্রহ: বাংলা ট্রিবিউন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version