১৬ডিসেম্বর এলেই-
ঐ শিমুল গাছটার কথা মনে পড়ে
বাবা বলতেন, খোকা, শিমুলের রঙ
এতো লাল কেন বলতে পারিস?
আমি বিস্ময় ভরে চেয়ে থাকতাম
বাবা কেঁদে কেঁদে বলতেন, এ আমার
তিরিশ লক্ষ শহীদের রক্তরাগ,
১৬ডিসেম্বর এলেই উঠানের বিস্তৃত ঐ
রক্ত জবা গাছটার কথা মনে পড়ে
বাবা বলতেন, খোকা, জবা ফুলের রঙ
এতো লাল কেন বলতে পারিস?
আমি বিস্ময় ভরে চেয়ে থাকতাম
বাবা দীর্ঘশ্বাস নিয়ে বলতেন, এ আমার
তিরিশ লক্ষ শহীদের রক্তদাগ!
১৬ডিসেম্বর এলেই মনে পড়ে
চুকনগরের ঘ্যাংরাইল ঐ নদটির কথা
বাবা বলতেন, খোকা, জানিস
এ নদের পানি এতো লাল কেন
আমি বিস্ময় ভরে চেয়ে থাকতাম
বাবা জল ছুঁয়ে বলতেন, এ আমার
তিরিশ লক্ষ শহীদের রক্তস্রোত,
১৬ডিসেম্বর এলেই আকাশপানে উড়া
পতাকার রঙ দেখে মনে পড়ে বাবাকে
বাবা বলতেন, খোকা, জানিস
ঐ যে উড়ুউড়ু পতাকার মাঝে
সবুজে লাল বৃত্ত এর মানে কি?
আমি বিস্ময় ভরে চেয়েই থাকতাম
বাবা অশ্রু সিক্ত চোখে বলতেন, এ আমার
তিরিশ লক্ষ শহীদের রক্ত পুঞ্জিভূত।