Home অন্যান্য শৃঙ্খলাভঙ্গের দায়ে চার নেতাকে শোকজ ঢাবি ছাত্রদল

শৃঙ্খলাভঙ্গের দায়ে চার নেতাকে শোকজ ঢাবি ছাত্রদল

অনলাইন ডেস্ক রিপোর্ট

0

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চার নেতাকে শোকজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত চারটি পৃথক বিবৃতির মাধ্যমে এই শোকজ করা হয়।শোকজ প্রাপ্তরা হলেন- মো. আবিদুর রহমান মিশু (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, সূর্যসেন হল শাখা ছাত্রদল), সাকিব বিশ্বাস (দপ্তর সম্পাদক, বিজয় ৭১ হল), মনসুর আহমেদ রাফি (প্রচার সম্পাদক, হাজী মুহম্মদ মুহসিন হল) ও সুলতান মো. সাদমান সিদ্দিক (সহদপ্তর সম্পাদক, বিজয় একাত্তর হল)।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ০৪/০১/২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত ব্যাখ্যা সশরীরে উপস্থিত হয়ে জমাদান ও উপস্থাপন করতে হবে।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ নির্দেশনা প্রদান করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version