Home বিনোদন বিশ্বপ্রেমে আতুড়শিশু || কবিতা কস্তা

বিশ্বপ্রেমে আতুড়শিশু || কবিতা কস্তা

কবি ও সাহিত্যিক

0

জন্মের পর যে-কোনোদিন ভালোবাসার,আপনজনদের স্বীকৃতি ধারণ করার ফুরসৎ পায়নি,একাকীত্বের জলে-স্থলে-অন্তরীক্ষেকুকড়ে-কুড়ে-কুড়ে মরেছে,সামগ্রিক প্রেমের নভেল তাকে পড়াবে নির্ভূল! দহন-যন্ত্রণার দগ্ধে আর কতো শুকোবে অবিরাম ক্ষত?

একান্ত প্রেম, নিজের চাওয়া, নিজস্ব কেউ কখনো যখন বাতায়নে দোল খায়ই-নি,হৃদয়স্পৃশ্য গহন বনে আনাগোনায় আসেনি!
চকিতে কিভাবে হবে বিশ্ব-প্রেমের অভিজ্ঞতা?

সদ্য ভূমিষ্ট প্রেম-শিশুকে আগেতো আগলে ধরো,
যত্নে জন্ম-জলা ধূয়ে হৃদয়াসনে নিত্য গড়ো!
অত:পর, অনুভূতির জগতে মাতিও!
সিক্ত নতুনজন্মের ঝিল্লিমাখা শিশুকেতো আতুর পরিসেবা দিয়েই বাঁচাতে ও প্রেরণা দিয়ে ভরিয়ে বড় করতে হয়!
অত:পর মানব-সেবা, তথা বিশ্বপ্রেমে হাতেখড়ি যোগাও!

প্রেম নিয়ে জন্মে সবাই, ভয় কি!
সবকিছুই কোমলমতি প্রেমশিশুটি শিখে-বুঝে-জানবে অনায়াসে।
দুর্দান্ত এক আদর্শ হবে, বিশ্বভূবন মাতিয়ে দেবে।
এমনটা তো হতেই পারে, নয় কি!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version