মেয়েদের জীবন, যেনো মজাদার ভোজন!
দেশে-দেশে অবাধ নির্যাতন!
কি মননে, আন্ত:দহনে!
সংগ্রামী সত্বার অবদমন!
কেন? কি পাপে?
রক্তের হোলিখেলা, মাতৃত্ব-অবমাননা
অবাধে, অনায়াসে।
এতোটা নির্দয়, করুণ!
কেন মাতৃকার বিদ্যমানতা?
অধিকার কোথায়, কিসে,
কিভাবে, কার কাছে সংরক্ষণ!
বেঁচে থেকেও নির্বাক বিদেহী আত্মা,
কতো যে মা-বোন-স্বজন!
আর্তচিৎকারেই হবে
জীবন উপভোগের খোদোক্তি?
দিকে-দিকে, ক্ষণে-ক্ষণে!
হে মহান মানব-প্রজাতি!