Home আর্ন্তজাতিক সাকিবের ‘শেষ’ নিয়ে রহস্যের ধূম্রজাল

সাকিবের ‘শেষ’ নিয়ে রহস্যের ধূম্রজাল

বার্তা সংবাদ দাতা

0

বিরাট কোহলি নিজের সাইন করা একটা ব্যাট নিয়ে এসেছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। কোহলি মাঠে প্রবেশ করেই সাকিব আল হাসানকে কাছে ডেকে নিলেন। এরপর নিজের সাইন করা ব্যাটটা তার হাতে তুলে দিলেন। পাশে থাকা পন্তও নিজের ব্যাটটা এগিয়ে এসে তুলে দিলেন সাকিবের হাতে। এরপর কোহলির সঙ্গ খুনসুটিতে মেতে উঠতে দেখা গেল বাংলাদেশের অলরাউন্ডারকে সাকিব আল হাসানকে। সাকিব আল হাসান কি তার শেষ টেস্টটাই খেলে ফেলেছেন? এমন প্রশ্ন তো এখন করাই এক্সেতে পারে। আবার বিদেশের মাটিতে শেষ যে, তা তো নিশ্চিতই; হতে পারে ক্যারিয়ারেরই শেষ টেস্ট ছিল এই কানপুরেই। যদিও দলের কাছে সেরকম কোন বার্তা নেই বলেই জানা গেছে সংবাদ সম্মেলনে আসা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছ থেকে।

টেস্টের পর সবাই যখন দেশে ফিরছেন; তখন সাকিব আল হাসান যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। পরিবারের সঙ্গে সময় কাটাতে আপাতত ছুটিতে থাকবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তার আগে ম্যাচের পর বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ৩৭ বছর বয়সী অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ফুল দেওয়ার কথা শুনে দুষ্টুমির ছলে সাকিব বলে উঠেন, ‘ফুলও দেবেন নাকি।’

কেউ কোনো প্রশ্ন করার আগেই সাকিব বলে বসেন, ‘কিচ্ছু বলব না।’ অবসর ইস্যুতে কথা বলে রীতিমতো নানা দিক থেকেই মন্তব্য শুনতে হচ্ছে সাকিবকে। বিশেষ করে ক্রিকেটার হিসেবে নিরাপত্তা পেলেও পরবর্তী সময়ে নিরাপত্তা পাওয়া নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে তার মধ্যে। দেশে ফিরে শেষ ম্যাচ খেলে আবার বিদেশ যাওয়ার নিশ্চয়তার কথাও বলেছিলেন সাকিব। যদিও বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, সেটা নিশ্চিত করতে পারছেনা বোর্ড কতৃপক্ষ।

তাহলে সাকিব কি তার শেষ টেস্টটা ধ্রে নিবো ইতিমধ্যে খেলে ফেলেছেন তিনি। এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, ‘এটাই সাকিবের শেষ টেস্ট ম্যাচ কিনা এ ব্যাপারে আমি কিছু জানিনা। আমি যতটুকু জানি, সে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলছে।’ সাকিব অবসর নিচ্ছেন—এমন ঘোষণা আগে আঁচও করতে পারেননি টিম ম্যানেজমেন্টের সদস্যরা। বিশেষ করে হাথুরুরা। পরে নাকি ঘোষণাটি শুনে রীতিমতো তিনি অবাকও হয়েছেন। সাকিবের বিকল্প কে হবে যখন এমন প্রশ্ন উঠেছে, তখন হাথুরু উত্তর দিলেন, ‘হুবহু বিকল্প খুঁজে পাওয়া যাবেনা।’ বিশস্ত সূত্রে জানা গেছে,গতকাল রাতের ফ্লাইটেই সাকিবের আমেরিকার বিমান ধরার কথা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version