Home আইন-অপরাধ নৌবাহিনী প্রধান এর উপস্থিতিতে সেনাকুঞ্জে লেফটেন্যান্ট রিদোওয়ান আশরাফ মীম এর বিবাহোত্তর সংবর্ধনা...

নৌবাহিনী প্রধান এর উপস্থিতিতে সেনাকুঞ্জে লেফটেন্যান্ট রিদোওয়ান আশরাফ মীম এর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান

নুর এমডি চৌধুরী

0

বাংলাদেশ নৌবাহিনী প্রধানের উপস্থিতিতে সেনাকুঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হলো মংগলবার(১৫ অক্টোবর) লেফটেন্যান্ট রিদোওয়ান আশরাফ মীর এর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

উক্ত বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট রিদোওয়ান আশরাফ মীম এর শ্রদ্ধেয় কাকা ডিআইজি হাবিবুর রহমান এবং মিসেস ডিআইজি সহ পরিবারের সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট রিদোওয়ান আশরাফ মীম এর বড় খালু অভিনেতা ও সাংবাদিক মীর নাসিমুল ইসলাম সেলিম এবং মিসেস সেলিম সেলিনা খান। উপস্থিত ছিলেন, রিদোওয়ান আশরাফ মীম এর ২য় খালু, ড. নজমুল বারী বৈজ্ঞানিক ও উর্ধতন কর্মকর্তা ( বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট) এবং মিসেস বারী রুবিনা খানম। উপস্থিত ছিলেন ৩য় খালু বার্তা বাংলাদেশ২৪ ডটকম এর সম্পাদক কবি ও সাহিত্যিক নুর এমডি চৌধুরী এবং মিসেস চৌধুরী মাহফুজা খানম।
আরোও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট রিদোওয়ান আশরাফ মীর এর ৪র্থ খালু সৈয়দ নুরুজ্জামান বিশিষ্ট ব্যবসায়ী এবং মিসেস জামান ডা. মাসুমা খান। উপস্থিত ছিলেন ছোট মামা মাহমুদুর রহমান খান বিশিষ্ট ব্যবসায়ী এবং মিসেস রহমান তানজিলা খান। উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট রিদোওয়ান আশরাফ মীম এর ছোট খালু মঞ্জুরুল ইসলাম প্রিন্সিপাল (বেলী স্কুল নারায়ণগঞ্জ) এবং মিসেস মঞ্জুর পলিন খান (ইনলিশ টিচার)। সকলেই বার্তা বাংলাদেশ২৪ ডটকমকে জানান, লেফটেন্যান্ট রিদোওয়ান আশরাফ মীমকে ঘীরে তাদের সবার যে স্বপ্ন ছিল তা পূরণ হয়েছে। উপস্থিত হয়েছিল খালাতো ভাই মীর সানজিদ ও আননুর সালেহিন মাহি, উপস্থিত হয়েছিল মামাতো ভাই দীব্য খান।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্তিত হয়েছিলেন হাজারও আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়ার প্রতিবেশী অনেকেই। উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট রিদোওয়ান আশরাফ মীম এর আপন কাকা নাসিম তালুকদার ও তার পরিবারবৃন্দ। উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট রিদোওয়ান আশরাফ মীম এর মা, দাদী, ফুপু, ফুপা,ফুপাতো ভাই-বোন, সহ অসংখ্য নিকট আত্মীয় স্বজন।

আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট রিদোওয়ান আশরাফ মীর এর শশুর বাড়ির নিকট আত্মীয় স্বজন। উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর অফিসারসবৃন্দ।

লেফটেন্যান্ট রিদোওয়ান আশরাফ মীম কেরানিগঞ্জের রোহিপুর সদর উপজেলায় তালুকদার বংশের মঞ্জুর আশরাফ তালুকদারের একমাত্র সন্তান। বাবা প্র‍য়াত মা সালমা খানম হাইস্কুলের শিক্ষিকা।

একমাত্র সন্তানকে আদর স্নেহ,মমতা আর ভালোবাসা দিয়ে মানুষের মত মানুষ করেছেন মিসেস সালমা খানম। সালমা খানম চাকুরী করছেন রোহিতপুর হাইস্কুলে। ছেলে রিদোওয়ান আশরাফ মীম এর বয়স যখন চার বছর তখন তার স্বামী মঞ্জুর আশরাফ তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর অকাল মৃত্যুতে মিসেস সালমা খানম দিশেহারা হয়ে পড়েন। একমাত্র সন্তানকে মানুষের মত মানুষ করার প্রয়াসে ঢাকায় তার মায়ের বাসায় পড়ালেখার জন্য রেখে আসেন।

ছোট বালক রিদোওয়ান আশরাফ প্রতিনিয়ত মাকে দেখার জন্য ব্যকুল হয়ে উঠতো। রোজ বাবা আর মাকে অস্থির হয়ে খোঁজতো। রিদোওয়ান আশরাফ মীম এর নানা পরিবারের সবাই ছিল উচ্চ শিক্ষিত তাই শিক্ষার প্রতি সবার অনুরাগের ফসল হিসেবে বেছে নেয় রিদোওয়ান আশরাফ মীমকে। সবার চাওয়া ছিল রিদোওয়ান যেন মানুষের মত মানুষ হয়। তাই রিদোওয়ান আশরাফের শিক্ষা জীবন শুরু হয় ঢাকার ইব্রাহিমপুরের এবভেন্টেজ ইংলিশ মিডিয়াম স্কুল থেকে।

সকলের অক্লান্ত চেষ্টা আর সাধনায় পড়া লেখায় যথেষ্ট ভালো রেজান্ট করতে থাকে রিদোওয়ান। বিইউপিতে যখন সে আইনে মাস্টার্স করছিল কাউকে না জানিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার পদে সার্কোলার হলে একাকী গোপনে এপ্লাই করে রিদোওয়ান আশরাফ মীম। একে একে সবগুলো ধাপ পার করার পর চাকুরীটা তার প্রায় মোটামুটি কনফার্ম এর পথে তখন পরিবারের দুই একজনকে অবগত করে। তারপর একসময় তার চাকরীটা কনফার্ম হয়ে যায়।

লেফটেন্যান্ট রিদোওয়ান আশরাফ মীম এর ইচ্ছে ছিল আইনে ব্যারিস্টার করবেন। পরিবারের পক্ষ থেকেও তার জন্য নিষেধ ছিলোনা। কিন্তু নৌবাহিনী অফিসার পদে চাকুরীটা হওয়ার সুবাধে আপাতত ব্যারিস্টারি করার কথা ভুলে যান তিনি। এরই মধ্যে পরিবারের পছন্দমতো বিয়ের কাজটাও শেষ করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় গতকাল ছিল সেনাকুঞ্জে লেফটেন্যান্ট রিদোওয়ান আশ্যমীম মীম এর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version