Home খেলার খবর অন্তর্বর্তী সরকার দেশ পুনর্গঠনে কাজ করছে নির্বাচিত সরকার এলেও এই প্রক্রিয়া চালিয়ে...

অন্তর্বর্তী সরকার দেশ পুনর্গঠনে কাজ করছে নির্বাচিত সরকার এলেও এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে: আসিব মাহমুদ সজিব ভুঁইয়া

ডেস্ক রিপোর্ট

0

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ১৬ বছরে আওয়ামী সৈরাচার এর লাগামহীন দুর্নীতি আর দুঃশাসনে দেশ সার্বিকভাবে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতি হয়েছে তা পূরণ করতে অন্তত ১০ বছর সময় লাগবে।

সজীব ভুঁইয়া বলেন, অন্তর্বর্তী সরকার দেশ পুনর্গঠন শুরু করেছে, আগামী যে নির্বাচিত সরকার আসবে তাদের এই সংস্কারের প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে হবে।

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, খুব শিগগিরই সরকার চাঁদাবাজ ও সিন্ডিকেটের বিরুদ্ধে অ্যাকশনে যাবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া অত্যাবশকীয় হয়ে পড়েছ। তা না হলে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়বে। বাজার পরিচালনায় যারা কারসাজি করছে তাদের প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হবে।

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতার আসার পর থেকেই সরকারকে বিভিন্ন ভাবে নানামুখী চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে হয়েছে। সাকিব আল হাসান সম্পর্কে উপদেষ্টা আসিফ ভুঁইয়া বলেন, খেলোয়াড় হিসেবে তিনি সবধরণের নিরাপত্তা পাবেন। ওনার দেশে আসতে এখনও কোনো আইনি কোন বাধা নেই।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version