Home অন্যান্য জাতিসংঘ সদরদপ্তরের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

জাতিসংঘ সদরদপ্তরের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

ডেস্ক রিপোর্ট

0

জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে সালাহউদ্দিন নোমান চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি নেপালে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। রোববার (২০ অক্টোবর) এ বিষয়ক আদেশ জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আদেশে সেখানে বলা হয়েছে, পূনরাদেশ না দেয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন তিনি। এরফলে, ২ বছরের বেশি সময় ধরে নিউইয়র্কে

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরীকে সরকার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি সেখানে মোহাম্মদ আব্দুল মুহিতের স্থলাভিষিক্ত হবেন। রোববার (২০ অক্টোবর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

রোববার (২০ অক্টোবর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সালাহউদ্দিন নোমান বিসিএস (পররাস্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। ২০২০ সালের ১১ নভেম্বর থেকে কাঠমান্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তিমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রিধারী। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসন, বহিঃপ্রচার, বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়াবলি, প্রটোকল, জাতিসংঘ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগ এবং ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই কূটনীতিক দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনেও বিভিন্ন পদে কাজ করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version