Home আর্ন্তজাতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ভোটকেন্দ্রে ট্রাম্প কমলা কে কত ভোট পেলেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ভোটকেন্দ্রে ট্রাম্প কমলা কে কত ভোট পেলেন

ডেস্ক রিপোর্ট

0

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৫টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নচ নামের ছোট গ্রামের একমাত্র ভোটকেন্দ্রটিতে ঐতিহ্য মেনে মধ্যরাতেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, শহরটিতে এবার মোট ভোটার সংখ্যা ছয়জন।
ফলাফলে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দুজনেই সমসংখ্যক ভোট পেয়েছেন।

স্থানীয় নির্বাচনী আইন অনুযায়ী, মধ্যরাতের পরপরই সেখানে ভোট গ্রহণ শুরু হয় ও সব নিবন্ধিত ভোটার কিছুক্ষণের মধ্যে ভোট দিয়ে দেন। কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের অন্য কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়ে থাকে।

১৯৬০ সাল থেকে স্থানীয় বাসিন্দারা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে এ ঐতিহ্য অনুসরণ করে আসছেন। ২০২০ সালের নির্বাচনে ডিক্সভিল নচেতে ভোটে জয় পান বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তখন শহরটিতে সাত ভোটারের মধ্যে চারটি ভোট পেয়েছিলেন বাইডেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version