Home আর্ন্তজাতিক কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বলে দিলো নস্ত্রাদামুস

কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বলে দিলো নস্ত্রাদামুস

ডেস্ক রিপোর্ট

0

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন চলমান যার নাটকীয়তার কোন শেষ নেই। চূড়ান্ত ভোটগ্রহণে আর মাত্র দুদিন বাকি, আর এই দুই দিনে কেউ জানে না পর্দার শেষ দৃশ্যটা কেমন হতে পারে।

জনমত জরিপে সামান্য এগিয়ে থাকা কমলা হ্যারিস আর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই বিরামহীন প্রচার প্রচারণা যুদ্ধ।

এতো উত্তেজনা এতো ভোট লড়াইয়ের গল্প কি তবে নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দীর্ঘদিন বলে আসা গনকের গণনায়। তবে কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কমলা হ্যারিসই অবশেষে হতে যাচ্ছেন।

ইতিহাসে বিখ্যাত ও রহস্যময় জ্যোতিষী অ্যালান লিচম্যান, যাকে অনেকেই ‘নস্ত্রাদামুস’ বলে ডাকেন, নিজের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির হয়েছেন। ১৯৮৪ সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিটি ফলাফল অব্যর্থভাবে পূর্বাভাস করেছেন এই জ্যোতিষী, ব্যতিক্রম ছিল মাত্র একবার! এবারও তার ঘোষণা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে সর্বত্র।

‘আগামী মঙ্গলবার রাত, মার্কিন রাজনীতির নতুন অধ্যায়’ এমনই বলেছেন লিচম্যান। ইউএসএ টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ঘোষণা করেন, আসন্ন রাতে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন কমলা হ্যারিস। নাটকীয়তার এই মুহূর্তে লিচম্যানের ভবিষ্যদ্বাণী যেন এক চমক। তার ১১টি গোপন সূচকের মধ্যে ৮টিই না কি কমলা হ্যারিসের পক্ষে কথা বলছে!

২০১৬ সালে যখন হিলারি ক্লিনটনকে এগিয়ে দেখাচ্ছিল জনমত জরিপ, তখনো লিচম্যান একাই বলেছিলেন যে ট্রাম্প জয়ী হবেন। তার সেই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। আবার ২০২০ সালে লিচম্যানের কথা অনুযায়ী জো বাইডেন নির্বাচিত হন। এবারও তিনি বলছেন, ‘আমার দেওয়া পূর্বাভাসে কোনো পরিবর্তন হয়নি; ইতিহাস পুনরায় হ্যারিসের দিকে এগিয়ে যাচ্ছে।’

শেষমেশ কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? কমলার দিকে লিচম্যানের পূর্বাভাস যাত্রাপথে সত্যি হলে ইতিহাস রচিত হবে নতুন অধ্যায়ে। কিন্তু আমেরিকার এই নাটকীয় মঞ্চে শেষমুহূর্তে কোনো অপ্রত্যাশিত মোড় আসবে কি না, তা দেখার জন্য এখন দমবন্ধ অপেক্ষায় গোটা বিশ্ব।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version