পিনাকী ভট্টাচার্যের মন্তব্যের বিপরীতে পিসিলা তার ফেইসবুক আইডিতে কবিতা লিখে পোস্ট দেন। সরাসরি পোস্টটি তোলে ধরা হলো:
পাগল আমাদের লাগবেই !
পাগল না হলে দুনিয়া চলবে ?
তবে পাগলামীর সীমা অতিক্রম করা যাবে না !
পাগল আমাদের লাগবে !
সবাইকে সব বিষয়ে সতর্ক না হলে
শীগ্রই ডায়মন্ড হাউজ এ থাকতে হবে !
মিরর হাউজ তো শেষ …..
পাগল আমাদের লাগবে
তবে পাগল নির্বাচনে
সতর্কতা জরুরী !
যে পাগল মাজারে থাকে
তাকে দিয়ে মাজার চলবে !
সে পাগল দিয়ে দেশ চলবে না !
পাগল আমাদের লাগবে
পিসিলার উক্ত কবিতায় এ পর্যন্ত লাইক পড়েছে ১.৭ কে, কমেন্ট পড়েছে ৩০৬ টি, শেয়ার নিয়েছেন ৪৭ জন।
পোস্টটি এখন থেকে ৪ ঘন্টা আগে আপলোড করা হয়েছে বলে তথ্যমতে ধারণা করা হয়।
পিসিলার পোস্টে মন্তব্য করতে গিয়ে ফানি বিজনেস তার আইডি থেকে লিখেন, ফারুকী টারুকী দিয়ে লিটনের ফ্ল্যাটের দালালী মানাই!! রাজনীতির জন্য উপযুক্ত উপদেষ্টা চাই অনভিজ্ঞ উপদেষ্টা পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যাবে।
মন্তব্য করে আরিফ আহমেদ আরিন বলেন, এখনই সময় সঠিক জবাব দেওয়ার। সময় গেলে সাধন হবে না। উপদেষ্টা রোগে আক্রান্ত যারা তাদের সঠিক চিকিৎসা করার ব্যবস্থা নেওয়া হোক।
রাজু রাজি আহমেদ বলেন, ফারুকি ব্যক্তিগতভাবে কেমন মানুষ তা জানিনা তবে উপদেষ্টার আসনে স্বচ্ছ মানুষের খুব প্রয়োজন। বাংলাদেশর মানুষের নিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থা প্রয়োজন। ভালো নেতা প্রয়োজন। যেই নেতা নি:স্বার্থভাবে মানুষের হয়ে কাজ করবে।
মাহবুব ০২৪ মন্তব্য করে লিখেন, অনেক সুন্দর কথা বলেছেন আমরা তো জানি শীত আসলে পাগল চেতে এবং উল্টা পাল্টা কাজ করে থাকে কিন্তু শীত না আসতেই পাগল চেইতা একটা উৎভট কাজ করে বসবে ভাবিনি কখনও।