জীবন সেতো নয় শুধু বহতা নদী
রংচোরা বলা যায় বহে নিরবধি
রোমাঞ্চ ভালোবাসার পিঙ্গেল রঙ
কখনো বা গাঢ় নীল কত তার ঢং
সংগ্রামের বিষ ঢেলে জীবিকার খোঁজে
কত প্রাণ ঝরে যায় কেউ কি তা বোঝে
সময়ের সরোবরে শাপলাটি হাসে
ফিকে দাঁতে টোকাইরা তাই ভালোবাসে
করিমন ছমিরণ দেহখানি বিকোয়
মনের আঙিনা অযথাই নিকোয়
ক্ষুধার জ্বালায় কত জাত যায় চুলায়
জীবনের কত রঙ কত বদলায়
কি আছে বেঁচে থাকার বৃথা আকুলতা
কেন তবে দিবানিশি মিছে ব্যাকুলতা
মানুষে মানুষে কেন নির্মমতা
বাবা,ভাই,চাচা,মামা,কি মধুর সমতা
যে আল্লাহ,সেইতো ঈশ্বর,সেই ভগবান
মানুষ আমরা তাই সমানে সমান
আহা এইতো পৃথিবীর মোহময় স্বাদ
যেতে হবে একদিন ধরা দেবে ফাঁদ!
এইতো পৃথিবীর মোহময় স্বাদ || শাহান আরা জাকির পারুল
কবি ও সাহিত্যিক