জুলাই গণ অভ্যুত্থানে আহত কবি ও লেখকদের নিয়ে কালের ধ্বনির বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন সে সময়ের সংস্কৃতি উপদেষ্টা আসিফ নজরুল।
মূলত *বাংলা একাডেমি কেমন সংস্কার চাই’ দ্য ডেইলি স্টারে লেখাটি প্রকাশ ও লিখিত চিঠির পরে আনুষ্ঠানিক আড্ডা আলাপ আমাদের। শেয়ার করা হয়েছে অনেক তিক্ত সত্য, জানা হয়েছে কিছু অজানা!
উপস্থিত কাজল রশীদ শাহীন, আমিরুল মোমেনীন মানিক, শাহীন রিজভী, শান্তা মারিয়া, মঈন মুন্তাসির, মাসউদ আহমাদ ও আবিদ আজম।
ইমরান মাহফুজ এর আইডি থেকে নেয়া
ছবি ইয়াসির আরাফাত।