বিয়ের মাত্র দুই বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়েছে গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ এবং অভিনেতা ও প্রযোজক বেন অ্যাফ্লেকের। আলোচিত এই তারকা দম্পতির বিয়ে ভেঙে যাওয়ার খবরে হতাশ হন ভক্ত-অনুরাগীরাও! তবে কী করার! বিয়ে নামক খাঁচায় বেশিদিন বন্দি থাকার পাখি নন জেনিফার।
এর আগেও একাধিকবার বিয়ে ভেঙেছে গায়িকা-অভিনেত্রীর। তাই আপাতত বিয়ে থেকে দূরে থাকা উচিত তার, এমনটাই মনে করছেন জেনিফারের সাবেক স্বামী ওজানি নোয়া।
ডেইলি মেইলের সঙ্গে একটি সাক্ষাৎকারে জেনিফারের প্রথম স্বামী ওজানি নোয়া তার প্রাক্তন স্ত্রীকে পরামর্শ দেন যে, নতুন করে আবার বিয়ে করার চেয়ে এখন তার (জেনিফার) কিছুদিন একা থাকা উচিত।
ওজানে বলেন, ‘জেনিফারের এখন ১২ মাস সিঙ্গেল থাকা উচিত এবং এরপর সম্পর্কে জড়ালেও সেটা গোপন রাখা উচিত। আর বিয়ের সম্পর্কে জড়ানো উচিত না তার।’
জেনিফার সম্পর্কে ওজানি বলেন, ‘আমি আমার নিজের অভিজ্ঞতায় আপনাকে বলতে পারি, গাড়িতে বসে আমাদের মতবিরোধ হবে এবং তারপর ২০ মিনিট পরে আমাদের বসতে হবে এবং সব কিছু ঠিকঠাক করার ভান করতে হবে।
কিন্তু আপনি শুধুমাত্র ভান করতে পারেন। দম্পতি হিসেবে আমরা নরকের মধ্য দিয়ে যাচ্ছিলাম। তখন আমার মেজাজও খারাপ ছিল। কারণ আমি জানতাম ভেতরে ভেতরে আমরা ভালো নেই।