বুকের ভেতর রোপণ করো বিপ্লবী মন
রক্তে ঢালো প্রতিবাদের অগ্নিবারুদ
প্রতিরোধের প্রচণ্ডতায় চূর্ণ করো-
স্বৈরাচারী প্রেতাত্মাদের গোপন বিলাস!
নতুন লড়াই অন্ধকারের বিরুদ্ধে আজ
ছিন্ন করো আগ্রাসনের ভয়াল থাবা
উপড়ে ফেলো দখলদারির শেকড় বাকড়
তোমার আকাশ মুক্ত রাখো তুমিই নিজে।
তুমি তো ভাই বীরের জাতি, বীরাঙ্গনা
খান জাহানের দুঃসাহসী পথের পথিক
শাহ জালালের পাগড়ি থেকে ওড়াও নিশান
তিতুমীরের কেল্লা থেকে সাহস বিলাও!
শিসাঢালা প্রাচীর গড়ো, গড়তে থাকো
হযরত আলীর মতো লড়ো, লড়তে থাকো
সেই লড়াকু হামজা যেমন সিংহ পুরুষ
সামনে রাখো তারেক মুসার সেই অভিযান।
অবিচারী অত্যাচারী রক্ত লোলুপ
ফুৎকারে চায় নিভিয়ে দিতে তোমার শিখা
কিন্তু তোমার বিজয় হবে চতুর্দিকে
কারণ তুমি তুর পাহাড়ের জ্যোতির নিশান
স্বপ্নগুলো আকাশ সমান বৃহৎ করো
সিংহ-হৃদয় উজাড় করো দেশের প্রেমে
সাহস তোমার হোক লড়াকু সংগ্রামী হোক
তোমার ভয়ে কাঁপতে থাকুক সকল সীমার।
ইতিহাসের দরজাগুলা খুলতে থাকো
বখতিয়ারের ঘোড়ার মতো লাফিয়ে ওঠো
বীরত্ব চাই ওমর যেমন বীর বাহাদুর
সেই খালিদের বাহু করো তোমার বাহু।
জাগাও জাগাও নিজকে জাগাও, তুমুল বেগে
জাগাও জাতি, অর্ধমৃত ঘুমন্ত জাত
জাতির ভাগ্যে লিখতে হবে চির বিজয়
বজ্রাঘাতে টলবে না আর দৃপ্ত কদম।
আজ তোমাকে জাগতে হবে, জাগো জাগো
দেশের জন্যে জাগতে হবে, জাগো জাগো
শা’মাখদুমের মতো লড়াই করতে হবে
শরীয়তের মতো তোমার লড়তে হবে।
কারা তোমার স্বাধীনতার রক্ত চোষে
কারা তোমার বিজয় বুকে দিচ্ছে হানা!
কারা তোমার বিশ্বাসে দেয় লবন ছিটা
তোমার পথে বিছায় কাঁটা কারা, কারা!
সত্য ন্যায়ের বন্যা আনো জনপদে
বে-ইনসাফির কণ্ঠ চেপে রুদ্ধ কোরো
নেভাও নেভাও জুলুমবাজের জ্বলন্ত চোখ
সব মানুষের অধিকারের ফসল ফলাও
দেশটি তোমার মুক্ত হলে মুক্ত তুমি
স্বাধীনতা স্বাধীন হলে স্বাধীন তুমি
তোমার মাটির গন্ধ মেশাও তোমার শ্বাসে
তোমার বিজয় তোমার করে রাখতে হবে।
আকাশগুলো লুকিয়ে রাখো বুকের ভেতর
নদীর বুকে ফুটিয়ে তোলো তোমার হৃদয়
স্বপ্নগুলো দীর্ঘ থেকে দীর্ঘ করো
নিশংকোচে চিরন্তনের রজ্জু ধরো
অসম্ভবে সম্ভাবনার দুয়ার খোলো
রাত্রি থেকে ছিনিয়ে আনো নতুন প্রভাত
বুকের ভেতর ছড়িয়ে রাখো সমুদ্রকে
কালের বুকে আঁকতে হবে তোমার সুনাম
মৃত্যু থেকে মৃত্যুটাকে সরিয়ে রাখো
জীবন থেকে জীবন টেনে ফোটাও গোলাপ
ভবিষ্যতের জন্যে নতুন সূর্য আনো
এই পৃথিবী তোমার জন্য অপেক্ষমান।