রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যার আগে নগরীর ডবলমুরিং থানার নিজ বাসায় আত্মহত্যা করেন বীর মুক্তিযোদ্ধার আবু সাইদ সরদার(৭০)।
ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, রোববার বিকালে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসা থেকে বীর মুক্তিযোদ্ধার নাম আবু সাইদ সরদারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
ওসি রফিক বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভোগছিলেন তিনি। লাশ উদ্ধারের সময় সেখানে একটি চিরকুট পাওয়া যায়। অসুখের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি মুলত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিক সূত্রর জানা যায়।
মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার অনেকদিন ধরে আত্মহত্যার সুযোগ খুঁজছিলেন। গত ১৩ডিসেম্বর তিনি আরেকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু সুযোগ না পাওয়ার কারণে তা হয়নি। এবং আজকে কেউ বাসায় না থাকায় সে সুযোগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলেও চিরকুটে লিখে গেছেন।”