বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম তার ভেরিফাই ফেইসবুক আইডিতে লিখেন:
ভাবছি প্রফাইল টা লাল করে ফেলবো দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশ সঠিক পথে পরিচালনা হচ্ছে না এটাই কি ২৪ এর গনঅভ্যুত্থানে?
তার এই পোস্টের সমালোচনা করে সিহাব উদ্দিন শিবলী লিখেন:
ভাই দেশ স্বাধীন হয়েছে মনে হচ্ছে মুখে কিন্তু সরকার বা প্রশাসনের স্বৈরচার বিরুধী কোনো কিছুর অগ্রগতি দেখা যাচ্ছেনা,বরং বিপ্লবীরাই বিভিন্ন দিক থেকে হয়রানি মামলা হামলা গুমের স্বীকার হচ্ছে,অতিদ্রুুত পদক্ষেপ পিতে না পারলে হয়তো কঠিন কিছুর সম্মুখীন হতে হবে।