- শনিবার (২৮ ডিসেম্বর) ছিল মোড়ক উন্মোচন, গুণীজন সংবর্ধনা, সাহিত্য ও বই উৎসব এবং কবি ওয়াহিদুজ্জামান লাইব্রেরী ও শিক্ষা ভুবনের আজীবন সদস্যপদসহ এওয়ার্ড প্রদান অনুষ্ঠান-২০২৪। স্থান: গোপালভোগ, কটিয়াদি, কিশোরগঞ্জ।
- উক্ত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাড. মোঃ সেলিম উদ্দিন, সিনিয়র আইনজীবী, জজ কোর্ট, কিশোরগঞ্জ।
- সম্মাননার জন্যে সে সকল গুণীজন মনোনীত হয়েছেন:
- ■ ড. রাস বিহারী ঘোষ, পিএইচডি চার্লস টাউন্স প্রফেসর, বিশ্ব খ্যাত পানি-পরিবেশ বিজ্ঞানী, লেখক, সমাজ সংস্কারক। ক্যালিফোর্নিয়া, আমেরিকা। জন্মস্থান: ওসমানপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ। এবং প্রধান অতিথি: সম্মাননা, সাহিত্য ও বই উৎসব-২০২৪ ইং।
- ■ কবি ও সংগঠক নূর উন নাহার মেরী
প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ার পার্সন। জাগো নারী ফাউন্ডেশন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার সংগঠক ও নারী জাগরণের নেত্রী, দেশ বরেণ্য নারী উদ্যোক্তা, সমাজ সংস্কারক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজ সেবক, কবি সাহিত্যিক যিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী। জামালপুর এর কৃতি সন্তান। বর্তমানে বসবাসরত আলেকজান্দ্রিয়া, ভার্জিনিয়া, আমেরিকা। - ■ অ্যাড. শৈলেশ্বর দাসসভাপতি (প্রাক্তন): বাজিতপুর চৌকি আদালত আইনজীবী সমিতি। লেখক ও সমাজসেবী। মথুরাপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ।■
- অধ্যাপক বে-নজির জামান (পঙক্তি)সহকারী সম্পাদক: দাবানল (The Blast Of Fire), কবি, আবৃত্তিকার ও গ্রন্থাগার সংগঠক। পূর্ব বাজিতপুর, কিশোরগঞ্জ।
- উক্ত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি/ আলোচক ছিলেন যারা:■ অ্যাড. আশিকুজ্জামান নজরুল বাংলাদেশ সুপ্রীম কোর্ট (হাই কোর্ট ডিভিশন), ঢাকা।■ ডা. এস এ খান নোমান, সহযোগী অধ্যাপক (মেডিসিন), বুর্গ ইনস্টিটিউট এন্ড প্লাস্টিক সার্জারী হসপিটাল, ঢাকা। কবি ও প্রাবন্ধিক। (স্থায়ী ঠিকানা। হ্যামাপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ)। ■ অধ্যাপক ড. যাকিয়া সুমি সেতু, কবি, কথা সাহিতিক, গীতিকার। তালম্যানিয়া, অষ্ট্রেলিয়া।■ অধ্যক্ষ কবি শাহ মো: আনোয়ার হোসেন, লোহায়রী হাই স্কুল এন্ড কলেজ, কটিয়াদী। ■ অ্যাড. সৈয়দ মুরাদ, মানকিখালী, কটিয়াদী, জজ কোর্ট, কিশোরগঞ্জ। ■ কবি শাহ মো: সফিনূর, এসি সভাপতি। ইউ এসব বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম, মিশিগান, আমেরিকা। ■ কবি মোহাম্মদ রফিকুল ইসলাম, সভাপতি, মুতিয়া ফাউন্ডেশন, লখন, যুক্তরাষ্ট্র■ নুর এমডি চৌধুরী , নির্বাহী পরিচালক, জাগো নারী ফাউন্ডেশন, ঢাকা। কবি ও সংগঠক। ■ মো. মতিউর রহমান , পরিচালক ফিন্যান্স, জাগো নারী ফাউন্ডেশন, ঢাকা। ■ মো: মাহতাব উদ্দিন, চেয়ারম্যান (প্রাক্তন), চান্দপুর ইউ, পি., কটিয়াদী, কিশোরগঞ্জ।■ কবি আলী আক্কাস রেণু, সভাপতি, প্রতিজ্ঞা সাহিত্য-সংস্কৃতি কুঞ্জ, কটিয়ানী, কিশোরগঞ্জ।■ আব্দুল গনি মিয়া, সহকারি সম্পাদক, মাসিক কবিতা, কবি ও সংগঠক, ঢাকা।■ কবি ইলোরা সোমা, সভাপতি, আন্তর্জাতিক সাহিত্য কানন, সাভার, ঢাকা।■ আব্দুল কাইয়ুম ভূঁইয়া (গঙ্গা চেয়ারম্যান), শিক্ষক, শিক্ষাবিদ, মন্ডলভোগ, মানিকখালী, কটিয়াদী, কিশোরগঞ্জ।■ মোঃ আজাহারুল ইসলাম (রানা স্যার), মানিকখালী, কটিয়াদী, কিশোরগঞ্জ।■ মোঃ সামিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক, দৈনিক প্রভাত, ঢাকা।■ সাংবাদিক আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, মানব জমিন, কিশোরগঞ্জ।■ শহিদুল হক উজ্জ্বল, প্যানেল চেয়ারম্যান, চাম্পপুর ইউ, পি., কাটিয়াদী, কিশোরগঞ্জ।■ কবি হাজ্বী মো: আব্দুল মালেক ভূঁইয়া, আতরগাঁও, সরারচর, বাজিতপুর, কিশোরগঞ্জ।■ সাংবাদিক আফসার আশরাফী, সংম্পাদক, ঈশার্থী সংবাদ, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।■ হাসিনা পারভীন (হাসি), কাউন্সিলর, প্যানেল মেয়র-০৩) প্রাক্তন), বাজিতপুর পৌরসভা, কিশোরগঞ্জ।■ অভ্যর্থনায়। মো: কামরুজ্জামান আয়েতুল্লাহ্ খোমেনী■ মোঃ বোরহান উদ্দিন মেম্বার (প্রাক্তন), মন্ডলভোগ, মানিকখালী, কটিয়াদী, কিশোরগঞ্জ, প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ তাজ উদ্দিন ভূঁইয়া, (যুব সংগঠক) ও ভদি বে- নজির জামান।
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে জনাবা নুর-উন-নাহার মেরীর পক্ষে এওয়ার্ড গ্রহণ করেন জাগো নারী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুর এমডি চৌধুরী এবং মো. মতিউর রহমান ফিন্যান্স ডাইরেক্টর।
নুর এমডি চৌধুরী বলেন, মানবতার আলোকবর্তিকা, মানবতার উজ্জ্বল নক্ষত্র, বিশ্ব সমাদৃত সংগঠক শ্রদ্ধেয় নুর-উন-নাহার মেরী আপার অবদানের কথা, ত্যাগ ও মহিমার কথা কোনদিন বলে শেষ করা যাবেনা। পৃথিবীতে যুগে যুগে কিছু মানুষ আসেন তারা তাদের কর্মের মাধ্যমে বেঁচে থাকেন মানুষ মনে আজীবন মানুষের অন্তরে জনম জনম। তাদের মধ্যে নুর উন নাহার মেরী একজন বিশ্বখ্যাত সংগ্রামী নারী।
তিনি আরও বলেন, মানবতার এই মানসকন্যা মাদার তেরেসাখ্যাত জাগো নারী ফাউন্ডেশন এর সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়াপারসন শ্রদ্ধেয় নুর-উন-নাহার মেরী আপা ও কবি ওয়াহিদুজ্জামান যৌথ সম্পাদনায় “আমি বিদ্রোহী মহা বিদ্রোহী” কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন, এওয়ার্ড প্রদানসহ উক্ত লাইব্রেরিতে আজীবন সদস্যপদ প্রদান করায় আমরা জাগো নারী ফাউন্ডেশন পরিবার আনন্দিত উচ্ছ্বসিত।
উক্ত অনুষ্ঠানে জাগো নারী ফাউন্ডেশন এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণসহ কবি ওয়াহিদুজ্জামান লাইব্রেরি সংলগ্ন জাগো নারী ফাউন্ডেশনের অফিস নির্মানাধিন কার্যক্রম পরিদর্শন করা হয়।