- বারহাট্টা উপজেলা বিএনপি কার্যালয়ে কৃষক দলের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি চললেও পরে বিএনপির নেতা কর্মীদের উপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালান।
জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম হিলালী জানান, রবিবার ( ২২ ডিসেম্বর) বেলা ৩টার দিকে হঠাৎ তারা বিএনপির কার্যালয়ের চেয়ার, টেবিল ও আসবাব ভাঙচুর করেন।
হামলায় বিএনপির অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। নেত্রকোণার বারহাট্টা উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বারহাট্টা থানার ওসি লুৎফর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে মারামারি হয়েছে। হামলার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি।
জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম হিলালী জানান, বারহাট্টা উপজেলা বিএনপি কার্যালয়ে কৃষক দলের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কর্মসূচি চলছিল। বেলা ৩টার দিকে হঠাৎ আওয়ামী লীগ নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালান। তারা কার্যালয়ের চেয়ার, টেবিল ও আসবাব ভাঙচুর করেন।
তিনি আরও জানান, আওয়ামী লীগের হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক সুধীন্দ্র চন্দ্র দাস, কৃষক দলের সদস্য দুলাল মিয়া, যুবদলের তোফাজ্জল, মুশফিক ও সাফিন। তাদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়েছে।
এ ব্যাপারে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম বলেন, ‘আমাদের দলের কোনো নেতা-কর্মী বিএনপির কার্যালয়ে হামলা করেনি। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দল হতে পারে।’
বারহাট্টা থানার ওসি লুৎফর রহমান বলেন, ‘কৃষক দলের কর্মসূচি এবং আওয়ামী লীগের মিছিল চলাকালে দুই পক্ষের মধ্যে কিছুটা মারামারি হয়েছে। এতে আওয়ামী লীগেরও কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। তবে আমরা গিয়ে কাউকে পাইনি।’