গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ০১:৪০ ঘটিকার সময় পিরোজপুর সদর থানাধীন কদমতলা ইউপি এর জ্ঞানসা গ্রামের পিরোজপুর টু নাজিরপুরগামী রাস্তার পাশে একটি প্রাইভেট কার যাহার রেজি: নং-ঢাকা মেট্রো গ-১৭-৬২১৫ গাড়ীটি ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। গ্রাম পুলিশের মাধ্যমে পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান সংবাদটি প্রাপ্ত হয়ে দ্রুত থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় গাড়ির ভিতরে থাকা ৮টি মরদেহ উদ্ধার করেন।
যার মধ্যে দুই জন পুরুষ, দুই জন মহিলা এবং চারজন শিশু রয়েছে। পুলিশ মরদেহগুলো সদর হাসপাতালে প্রেরণ করেন ও লাশের সুরতহাল প্রস্তুত করেন। মৃত মোতালেব হোসেন সেনাবাহিনীর সিভিল বিভাগে ও শাওন ক্যান্টনমেন্টের সিএসডি এর স্টাফ ছিলেন। এ বিষয়ে সদর থানায় যথাযথ আইনগত ব্যবস্থা গৃহীত হচ্ছে।
বরিশাল রেঞ্জের মাননীয় ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন ও হাসপাতালে মৃতের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের, জনাব শেখ মোস্তাফিজুর রহমান, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব সোহেল পারভেজ, সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), স্টাফ অফিসার টু ডিআইজি, রেঞ্জ অফিস, বরিশাল মহোদয়সহ পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।