ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভিক্ষা চাইতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক নারী। সোমবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. মানিক মিয়াকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মানিক মিয়া শ্রীপুর গ্রামের মোল্লা মিয়ার ছেলে।
নিহত আমেনা বেগমের (৫০) লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমেনা বেগম কিশোরগঞ্জ সদরের ফজলুল হকের স্ত্রী।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারী ভিক্ষা চাইতে গেলে মানিক মিয়া তার ওপর হামলা করেন। হামলার কথা স্বীকার করলেও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন অভিযুক্ত।
ওই নারীর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।