বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
Homeঅন্যান্যগভীর রাতে নেভি হল ঘেরাও, আ.লীগের সাবেক দুই এমপি থাকার গুঞ্জন

গভীর রাতে নেভি হল ঘেরাও, আ.লীগের সাবেক দুই এমপি থাকার গুঞ্জন

অনলাইন ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামে বিয়ের দাওয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপি থাকার গুঞ্জনে একটি কমিউনিটি সেন্টার ঘেরাও করে রেখেছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাইগারপাস সংলগ্ন আমবাগানে নেভি কনভেনশন হলে এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় মোস্তফা হাকিম নামের এক ব্যক্তির নাতির বিয়ের অনুষ্ঠান চলছিল নেভি কনভেনশন হলে। সেখানে সাবেক এমপি নজিবুল বশর মাইজভাণ্ডারী ও সোনিয়ার আগমনের খবর ছড়িয়ে পড়লে কমিনিটি সেন্টারটি ঘেরাও করে ছাত্রজনতা। এসময় তারা নানা স্বৈরাচারবিরোধী নানা স্লোগান দিতে থাকে। পরে ওই অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ারকে গ্রেপ্তার করেন।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, চট্টগ্রামের ওই কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুলকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা রয়েছেন। তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here