বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
Homeঅন্যান্যছাত্রদের নতুন দল: নাহিদই হচ্ছেন প্রধান

ছাত্রদের নতুন দল: নাহিদই হচ্ছেন প্রধান

 বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে। ইতিমধ্যেই নিশ্চিত হওয়া গেছে, নতুন দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন, যা খুব দ্রুতই ঘটবে। তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করবেন না, তারা নির্বাচনের আগে তা করবেন। নির্বাচনের আগে তা করবেন।

গত ৫ই অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন দল গঠনের গুঞ্জন শুনা যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশজুড়ে কমিটি গঠন করতে শুরু করে এবং জাতীয় নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত সংগঠন বিস্তৃত করছে।

মূলত এই ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধিদের মিলিয়ে নতুন দল তৈরি হবে। দলটি প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করবে।

বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব স্বাভাবিক ঘটনা হলেও বেশিরভাগ দল অদ্যাবধি রাজনীতিতে বড় কোনো প্রভাব ফেলতে পারেনি।

ছাত্রদের নেতৃত্বে আসা এই নতুন দল সত্যিই রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আনতে পারবে কি না, তা নিয়ে জোর আলোচনাও চলছে। এখন সবার দৃষ্টি নতুন এই দলের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকে।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here