শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
Homeঅন্যান্যকিডনি রোগীদের জন্য দুপুরের স্বাস্থ্যকর খাবার কোনগুলো

কিডনি রোগীদের জন্য দুপুরের স্বাস্থ্যকর খাবার কোনগুলো

অনলাইন ডেস্ক রিপোর্ট

কিডনি রোগীদের খাবারের পছন্দে সতর্ক থাকতে হয়, কারণ খাদ্য তাদের কিডনির কার্যক্ষমতায় প্রভাব ফেলতে পারে। দুপুরের খাবারে কিছু সুষম ও স্বাস্থ্যকর বিকল্প খাবার রাখতে হবে। যা কিডনির রোগীদের জন্য উপযুক্ত হতে পারে।দুপুরে সেদ্ধ চাল বা ব্রাউন রাইস খেতে হবে।

জেনে নিন কিডনি রোগীদের স্বাস্থ্যকর খাবার সম্পর্কেঃ
১. প্রোটিনের সঠিক পরিমাণ: মাছ (কম পরিমাণে, কারণ অতিরিক্ত প্রোটিন কিডনিতে চাপ দিতে পারে)। ডিমের সাদা অংশ (ডিমের কুসুম এড়িয়ে চলা ভালো)। কোনো চর্বিহীন মাংস (যেমন: মুরগির বুকের মাংস)।
২. সবজি: কম পটাসিয়াম যুক্ত সবজি খেতে হবে যেমন: শসা, পেঁপে, বাঁধাকপি, ফুলকপি, বরবটি। সবজি সেদ্ধ করে খেতে পারেন, কারণ এতে পটাসিয়ামের পরিমাণ কিছুটা কমে যায়।
৩. শর্করা (কার্বোহাইড্রেট): চাল পরিমিত পরিমাণে, সেদ্ধ চাল বা ব্রাউন রাইস খেতে হবে। লবণ ও ফসফরাস কম রয়েছে এমন আটা বা লবণহীন রুটি খেতে হবে।
৪. ফল: কম পটাসিয়ামযুক্ত ফল যেমন: আপেল, পেয়ারা, আঙ্গুর খেতে পারেন।
৫. ফ্যাটস: অলিভ অয়েল, ক্যানোলা অয়েল বা মাছের তেল।
৬. অতিরিক্ত লবণ এড়ানো: খাবারে কম লবণ ব্যবহার করতে হবে। বিশেষ করে প্রসেসড খাবার এড়িয়ে চলতে হবে।
৭. পানি: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি পান করা উচিত, কারণ অতিরিক্ত পানি কিডনির জন্য ক্ষতিকর হতে পারে।
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here