সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
Homeঅন্যান্যসাত কলেজ ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২

সাত কলেজ ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২

অনলাইন ডেস্ক রিপোর্ট

ঢাবি ক্যাম্পাস থেকে ধাওয়া দিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত এলাকা পার করিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিউমার্কেট এলাকায় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে এবং ঢাবি শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান করছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। রাত সাড়ে ১০টায় সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। ঢাকা কলেজের আবাসিক হল থেকে আরও শিক্ষার্থী নিয়ে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করে প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা। এদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। ফলে গুরুত্বপূর্ণ এসব সড়কের যান চলাচল বন্ধ ছিল।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here