জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেছেন যে রাষ্ট্রকে এমনভাবে সংস্কার করতে হবে যেন অধিকার আদায়ের জন্য আর কাউকে তার সন্তানের মতো জীবন দিতে না হয়।
সরকারি আর্থিক সহায়তার কথা উল্লেখ করে মনোয়ারা বেগম বলেন, সরকার এখন পর্যন্ত এককালীন পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এছাড়া আরও সহায়তা দিতে সরকারি কর্মকর্তারা কাগজপত্র নিয়ে গেলেও এখনও তারা কিছু পাননি।
শনিবার (২৬ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলা বাবনপুর গ্রামে জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমানের নেতৃত্বে একটি দল শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে মনোয়ারা বেগম কথাগুলো বলেন।
কথা বলতে বলতে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে তিনি। জনগণ ও ড. মুহাম্মদ ইউনূস সরকারের সহযোগিতায় এমন দেশ গড়ার অনুরোধ জানান যেখানে আর যেন কোন আবু সাঈদকে জীবন দিতে না হয়।
উক্ত সৌজন্য সাক্ষাতে সংগঠনের প্রতিনিধি হিসেবে দলে আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেন- দলের সদস্য মো. শফিউর রহমান, মো. মামুনুর রশীদ, মো. ওমর ফারুক ও তারেক হোসেন। পরে তারা শহীদ পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ খবর নেন।
এ সময় মো.শফিউর রহমান বলেন, জুলাইয়ের শহীদরা যে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে আত্মদান করেছেন তা বাস্তবায়নে কাজ করবে জাতীয় বিপ্লবী পরিষদ। এছাড়া জুলাই বিপ্লবের সাধারণ ছাত্রজনতার দল জাতীয় বিপ্লবী পরিষদ সব সময় শহীদ পরিবারের প্রয়োজনে পাশে থাকবে এবং নিয়মিত দোয়া নিতে আসবে বলে জানান তিনি।